আমাদের কথা খুঁজে নিন

   

কবিদের কি মৃত্যু হয়?

বলশালব্রিংনি মান্দিরাং

জ্যোৎস্না উঠেনি বলে হতাশ দুপুর মিত্র- পরাগকে কি কেউই মন দিল না? বয়সতো আটাশ হল আমি ভাবছি নির্মলেন্দুকে মৃত্যুর পর অর মৃতদেহ কংস নদীর জলে ভাসতে ভাসতে ভাসতে একদিন আমার ছোট খাল অবধি না পৌঁছে যায়, যদি পৌঁছে যায় আমি অকে ছুঁয়ে দ্যাখবো রবীন্দ্রনাথের মত অর দাঁড়ি-গোফ-চুলে বিলি কেটে দেব কানের কাছে গিয়ে বলব আপনি মারা যাননি, মরার ভান করেছেন আর দ্যাখছেন আপনার জন্য কার কার চোখের জল গড়িয়ে পড়ল। ঐশ্বরিয়া রায়ের মত বিশ্ব সুন্দরীর ডাক শুনলেই আপনি উঠে বসবেন হিজল কাঠের নৌকোয়। কবিদের কি মৃত্যু হয়, বচন? জুয়েলের অমন প্রশ্নে আমার ভাবনার ইতি ঘটল। বললাম-না, কবিদের কবিতা মরে না, তাই কবিরাও মরে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।