আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রকেই বাদী হতে হয়

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া অনভিপ্রেত । দেশের সরকার প্রধান বললেন যুদ্ধাপরাধীদের নিয়ে কিন্তু তার পরের বাক্যটি আরো হতাশাজনক । যখন তিনি বলেন .. তবে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করতে হবে এবং সুনির্দিষ্ট মামলা হলে সরকার বিচার করবে ।

আমাদের হতাশ হতে হয় । যুদ্ধাপরাধ মামলায় বাদি হতে নয়, রাষ্ট্রকেই বাদী হতে হয় । যুদ্ধাপরাধী , যুদ্ধাপরাধ শুধু মানুষের বিরুদ্ধেই করে না সে যুদ্ধাপরাধ করে রাষ্ট্র এর বিরুদ্ধেও । তাছাড়া যুদ্ধাপরাধীরা মোটামুটি চিহ্নিত তাদের নতুন করে চেনা কিংবা পূর্ববর্তী সরকাররা করেনি কেন ? এই প্রশ্ন করে কিংবা অন্য কোন অজুহাত দেখিয়ে যুদ্ধাপরাধ বিষয় এড়ারো কিংবা লোক দেখারো বিচার গ্রহনযোগ্য হবে না । আর যদি বতূমান সরকার পূর্ববর্তী সরকাররা যা করেনি তা যদি তারা এখন করতে পারে তবে যুদ্ধাপরাধ এর মতো এতো ঘৃণবিষয়ের বিচার এখন করা যারে না কেন ? সেজন্য শুধু তাদের সদিচ্ছাই যথেষ্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.