আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিমার বিসর্জন

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা। বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল দিবালোকে দীপ্তাংশু বিচরন করবেই এতো অবাক হচ্ছ কেন? - আমার আলো ভালো লাগে না, আমার অবস্থান দিব্যলোকের বদ্ধ ঘরে, তোমার ঘরে কি আলোর পূজা হয় না? - না, আমার চৌকাঠ পরাভূত অন্ধকারের অমিত আক্রোশে, তুমি কি পরশ্রীকাতর, আত্মকেন্দ্রিক? - না, আমি একাশ্রিত , গর্হিত প্রেমিক, অসাধারন! প্রেম তো পূজা , প্রেমের দেবীর পূজা - তবে গর্হিত কেন বলছ? - দুরাত্মা আমি, দুর্জন এক অকালকুষ্মাণ্ড। তনু মনে এতো কালিমা কেন, কিসের এতো কষ্ট? - দুর্জেয় স্বপ্নে মরিচা পরেছে পৃথিবী এখানে অস্পষ্ট, জাগতিক বোধে এতো অনীহা , বিস্ময়কর তুমি! - নরাধম এক পশুর কাছে পৃথিবীটা এমনি, পশু কেন বলছ, তুমি তো মানুষ সৃষ্টির সেরা জীব! - মানুষ ছিলাম মরতে মরতে হয়েছি দূষিত কীট, মরতে, মরতে ! কোথায় তুমি তো বেঁচে আছো? - অসমভুজ ত্রিভুজের মত জীবনটা তো এবড়োথেবড়ো, ধুর ছাই কি সব বলছ! পরমেশ্বর মানো না? - পরমেশ্বরের তরেই তো আমার একাগ্র চিত্তে প্রার্থনা, তাই বুঝি? আমি কি তা জানতে পারি? - আমি বাঁচতে চাই, চাই তোমার থেকে মুক্তি, সত্যি কি তাই? তবে তপোলোকে কেন তোমার বর্ণিল উপস্থিতি? - নিরঙ্কুশ চেতনায় তোমার বসবাস, স্বপ্নভঙ্গের কষ্ট তুমি বুঝবে কি করে শুনি? স্বপ্নভঙ্গ নাকি স্বার্থের অপমৃত্যু? - চুপ করো তুমি ভালোবাসি আমি, স্বপ্নটা আমার সৃষ্ট, মোহের মায়াজালে বন্ধি তুমি , মৌনতার জালে বিদ্ধ! - দুর্বাসনায় চকিত আমি , বাস্তবতায় মৌনব্রত, তুমি কি চাও না চন্দ্রাভুক অমাবস্যার হোক সমাপ্তি? - না, আমি শুধু চাই প্রতিমার বিসর্জনে ধ্বংস হোক আমার পৃথিবী।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।