আমাদের কথা খুঁজে নিন

   

নীল দরোজা খুলে



ভোর এসেছিলো নীল দরোজা খুলে মৌন গোলাপ নুয়েছে মগ্ন প্রেমে লগ্ন গৃহে আমিও ডুবেছি ছায়ায় শরত ঘিরে বৃষ্টি যখন নামে। নেমেই দ্যাখো বিদ্যুতে ভরা নদী কিভাবে নিয়েছে চিহ্নিত স্বপ্নজল রেখেছে নিয়ত নিদ্রার কাছাকাছি চন্দ্র সময় বুনেছে রত্নফল। তোমাকেই আমি নিদ্রাদেবী জেনে নীল দরোজাটি খুলেছি সংগোপনে.... ০২ নভেম্বর ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।