আমাদের কথা খুঁজে নিন

   

চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

তখন ছিলো বর্ষায় ভেজা আকাশ, বাতাসে মাটির গন্ধ, কৃষ্ণচূড়ার ডালে আগুন, টিপ টিপ বৃষ্টির ফোটায় সময়ের থমকে যাওয়া। বন্ধুর হাতে আধপোড়া সোনালী পাতা, গীটারে টুং টাং, দুপুরের অলস ঘুম। বিছানায় কারো ফেলে যাওয়া ভেনগার্ডের পাতা উল্টানো ধামাচাপা বিপ্লব, জানালার শিকে লজ্জানত একটা শালিক আর টেবিলে শার্লক হোমস। এইসব ভাবতাড়িত খন্ডজীবন ফেলে ঘরের বাইরে বেরুতেই পিলপিল করে পিপড়ার সাড়ির মত কানে ঢুকে টিং টিটিং টিংটিনাটিন টিং টং টিংটাটিং। তোমার তরে আমার আর্তনাদ, পিয়ানোর কাছে বিক্রি হয়ে যায় আমার সোল, আত্মা। পাশের কারো অলস গণকযন্ত্রে তখন- চাই শুধু তোমাকে প্রার্থনায় চাই শুধু তোমাকে আমি। শুনবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।