আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াপথের নাচন

কম্পিউটার বিশারদ পেশায়, নেশায় যুক্তিবাদী

আজকে কাগজে এই খবরটা পড়ে খুব ভাল লাগল। হাবল স্পেস টেলেস্কোপ থেকে দেখা গেছে পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে দুটো ছায়াপথ নিজেদের মধ্যে দড়ি টানাটানি খেলে চলেছে। NGC 3808 আর NGC 3808A নামের দুটো ছায়াপথ বা গ্যালাক্সির কিছু গ্যাস আর তারা নিয়ে এই মহাকর্ষজ টানাটানি। আসলে বড় ছায়াপথটা ছোটটার থেকে জিনিসপত্র লুটপাট করে চলেছে, গ্যাস আর ছোটো ছোটো তারা টেনে নিচ্ছে নিজের দিকে। বড় সর্বত্রই ছোটোকে গিলে খায় - এতে নতুন আর কি ... আগ্রহীদের জন্য হাবল স্পেস টেলেস্কোপে তোলা । আরো কিছু ছবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।