আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেফতারকৃতরা কি জেলের ভেতরেই থাকবেন?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

কয়েকদিন হলো বিশ্ববিদ্যালয়গুলো খুলেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্লাস করছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে আপাতত কোনো সমস্যা নেই। সামান্য কারণে মাথাগরম করে শিক্ষক-শিক্ষার্থীরা দুইদিনে প্রায় একটি বিদ্রোহ ঘটিয়ে দিতে চলেছিলেন।

আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে শুকরিয়া যে আন্দোলন আর বাড়েনি। কঠোর হাতে দমন করা হয়েছে দিকে দিকে গজিয়ে ওঠা হঠাৎ বিদ্রোহগুলো। গভীর রাতে গ্রেফতারকৃত শিক্ষকদের কয়েক দফা রিমান্ডে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষার্থীদেরকেও যথেষ্ট রিমান্ড দেয়া হয়েছে। আপাতত ছাত্র সামজের গর্জে ওঠার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এই শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ক্লাসে যাচ্ছেন। টিভির টক শোতে গণতন্ত্রে ফেরার সম্ভাবনার কথা বলছেন। আওয়ামী লীগ-বিএনপির হয়ে বেশ কাজ করছেন। আন্দোলনকারীদের জন্য মামালার কিছু ভয় আছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দাহ্য অংশ আপাতত জ্বলে উঠবে না বলে আশা করাই যায়।

এখন দেশের সামনে দুর্নীতি রোধ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিক্রমা, বিচার বিভাগের স্বাধীনতা আর রাজাকারদের বিচার করার সর্বব্যপ্ত আন্দোলন ছাড়া তেমন কিছু নাই। ফলে আমার আবেদন, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের গ্রেফতারকৃত শিক্ষার্থী ও শিক্ষকদের ছেড়ে দেয়া হোক। তারা যতদিন গ্রেফতার থাকবেন ততোদিন কেমন যেন এই সরকারকে একটা অসুশীল সরকার বলে ভুল হতে থাকে। আমরা যাতে প্রাণ খুলে সরকারকে সমর্থন করতে পারি। দেশ ও জাতি গঠনে সরকারের হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি সেজন্য এই অপরাধবোধ থেকে আমাদের সিভিল সমাজকে আপাতত মুক্তি দেয়া হোক।

বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.