আমাদের কথা খুঁজে নিন

   

৭১'র গণহত্যার ব্যাপারে তথ্য দিন

পৃথিবী যুদ্ধক্ষেত্র, আমরা সবাই যোদ্ধা

১৯৭১-এ পাকিস্তানী নরপশুদের নখরাঘাতে রক্তাক্ত হয়েছে এদেশ। স্বাধীনতার দীর্ঘ ৩৬ বছর পরেও ৭১-এ পাকিস্তানী হানাদার ও তাদের দোসরদের কর্তৃক সংঘটিত গণহত্যার তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষনের কোন উদ্যোগ আজ পর্যন্ত গ্রহন করা হয়নি। বরং জীবিত রাজাকার-আলবদরসদস্যরা তাদের অতীত অপকর্ম গোপন করতে গণহত্যার তথ্য-প্রমানাদি বিকৃতভাবে উপস্থাপন করছে নয়তো সুকৌশলে নষ্ট করে ফেলছে।এভাবে চলতে থাকলে একদিন হয়তো গণহত্যার ঘটনাটি মুছে যাবে ইতিহাস থেকে। অথচ পরিকল্পিত এই গণহত্যার বিচার হওয়া উচিত। বিচার হওয়া উচিত এই যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আদালতে। ১৯৭১'র গণহত্যার উপরে তথ্য-প্রমানাদি, ছবি, রাজাকারদের নাম-ঠিকানা, জীবিতদের বর্তমান অবস্থান এবং মুক্তিযুদ্ধের উপরেলেখা সংগ্রহের কাজ চলছে। দেশপ্রেমিক সকলের কাছে ছবি, তথ্যও লেখা দিয়ে সহযোগিতার আহব্বান জানাচিছ। তথ্য, ছবি ও লেখা পাঠাবার ঠিকানাঃ ইমেইলঃ ওয়েবসাইটঃ http://www.genocide71.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।