আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোবার্তায় অনুকাব্য বা মুঠোকাব্য (পর্ব ৩)

অত শত জানি না , জল খাবো পানি না।

// উকুন্না-শোক // সুপ্তি আপু সুপ্তি আপু কেমন তুমি আছ ? এখনো কি বয়ফ্রেন্ডের মাথার উকুন বাছ ? বয়ফ্রেন্ডকে উকুন নাশক সাবান কোরো গিফট, আই অ্যাম শিওর উকুন গুলা করবে বাসা শিফট। // শুভ জন্মদিন কাশফিয়া // কাশ তুলতুল দোস্ত আমার শুভ জন্মদিন ২ বছরে মোটকু থিকা হইছ অনেক থিন। ২৩ বছর হইছে বয়স, তাক-ধিনা-ধিন-ধিন; হাত-পা তুলে, হেলে দুলে নাচো সারাদিন। // বেকার-নামচা // বেকার জীবন ধ্যাত্তেরী ছাই, ভাল্লাগেনা কিছু; সারাদিনের বোরিং লাইফ ছাড়ছেনা মোর পিছু। ঘুম, খাওয়া আর পেপার পড়া, রাতের বেলায় নেট, হায়রে কপাল বেকার আমি, সঙ্গী মোবাইল সেট। // হ্যাপি ফ্রেন্ডসীপ ডে (১) // ফ্রেন্ডসীপ ডে’র বেষ্ট উইশেস বন্ধু গ্রহন করো; ফুল, চকলেট, ফ্রেন্ডসীপ ব্যান্ড লেফট হ্যান্ড এ পরো। লাল বন্ধু, নীল বন্ধু, হ্লুদ, কালো, গ্রীন বেষ্ট অফ লাক, বলছি তোমায় আসবে শুভ দিন। // হ্যাপি ফ্রেন্ডসীপ ডে (২) // তোমার আমার দোস্তি যেমন মোবাইল ফোন আর সিম কিংবা থালা বাটির সাথে দুই-এক ফোটা ভিম ফ্রেন্ডসীপ ডে উইশ করছি, ধরছি সাথে গান গড ব্লেস ইউ দোস্ত এবং হ্যাভ এ লট অফ ফান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।