আমাদের কথা খুঁজে নিন

   

বিডি নিউজের জামাতি স্টাইলে ষড়যন্ত্র

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

সারাদিন ব্লগর ব্লগর করতে করতে কাটালো। ছুটির দিন - আগামীকাল অফিস নেই। ভাবলাম আরও একটু জেগে থাকি। বাইরে শুনশান নিরবতা। আমি জেগে আছি।

ঠুং করে একটা আওয়াজ হলো। লেপটপ বলছে একটা নতুন ইমেইল আসছে। এক বন্ধু ইমেইল করেছে। বিডি নিউজের কথা বলল - সাম্প্রতিক জামাতিদের দেশ জুড়ে তুলপাড় করা উদ্ভট মন্তব্য নিয়ে। দেশে নাকি কোন কালে যুদ্ধোপরাধী নেই কোন কালে ছিলও না।

তড়িঘড়ি করে লগ ইন করলাম বিডি নিউজে। খুবই অদ্ভুদ ব্যাপার ভোট দেওয়ার আগেই আমাকে বলল আমি নাকি আগেই ভোট দিয়ে দিয়েছি। এদিকে জামাতিদের কুলাঙ্গার সন্তানরা ভোট দিয়ে দিন কে রাত বানানো হাস্যকর ষড়যন্ত্র করে প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে কোন কালে কোন দেশদ্রোহি বা যুদ্ধোপরাধী ছিল না। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই বিডি নিউজ কারা চালায়? তারা এই ধরনের অদ্ভুদ বিষয় নিয়ে কেন জড়িপ করবে? (বাংলাদেশে একটা সিভিল ওয়ার হয়েছে এবং এতে বেশির ভাগ মানুষ এই সিভিল ওয়ারকে সমর্থন করেছিল এবং কিছু মানূষ এর বিরোধীতা করেছিল - এটি ধ্রুব সত্য - এনিয়ে প্রশ্ন তোলা হয় ষড়যন্ত্র না হয় মুর্খতা) তা হলে কি এটা বিডি নিউজের একটা ষড়যন্ত্র? পাঠক আপনারা যাচাই করুন। সাথে আমার লগ ইন এর প্রমান দিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।