আমাদের কথা খুঁজে নিন

   

ভিন গ্রহের ঘ্রাণ



যে আমি আত্মগোপন করে ছিলাম, আজ ভোরে তারই অস্তিত্ব খুঁজেছি প্রথম। তারপর এই হাডসন নদীর পাড় মোড়া সাদা কংক্রিটগুলোকে স্পর্শ করে দেখেছি , প্রাত:ভ্রমনকারীরা কিভাবে ছুটে চলে ঢেউয়ের সমান্তরাল। ছোঁয়া পেলে অনাবাদী গ্রহও বিতরণ করে জীবনের ঘ্রাণ । উষ্ণতার আঙিনায় দাঁড়িয়ে যে ঋষি করে আলোর আরাধনা , কিংবা বনান্তরে একাকী হেঁটে যেতে যেতে যে বাউল বাজায় সুরেলা বাঁশী, তারাও জানে এই জগত-সংসারে... সকল বিরহকামীরাই সগর্বে ফিরতে পারে গ্রহের সাকারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।