আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবহার করে গ্রামীন, অথচ ফার্স্ট চয়েস বাংলালিংক! তাহলে এখনো গ্রামীন কেন?

নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!

বাংলাদেশের শীর্ষ মোবাইল কোম্পানিগুলি মার্কেটে প্রতিযোগী কোম্পানিগুলির সাপেক্ষে নিজেদের কোম্পানির অবস্থান যাচাই করার জন্য ও তাদের সেবা নিয়ে গ্রাহকরা কতোটুকু সন্তুষ্ট এবং তারা ওই সব কোম্পানিগুলির কাছে আর কী কী সুবিধাদি প্রত্যাশা করে, তা জানার জন্য তাদের প্রয়োজন অনুযায়ী জরিপ করার ব্যবস্থা গ্রহণ করে। এমন একটি জরিপ খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিলো। যদিও সেই জরিপের চুড়ান্ত কপি দেখার সুযোগ আমার হয়নি, তবুও যতটুকু দেখেছিলাম, তাতে দেখেছি যারা গ্রামীন ফোনের ইউজার, তাদের ১০০ জনের মধ্যে ৬২ জনই "কোন মোবাইল কোম্পানি আপনার পছন্দ", এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন- বাংলালিংক! তখনই প্রশ্ন এসে যায়, তাহলে কেন তারা এখনো গ্রামীন ব্যবহার করছে? উত্তর খুঁজতে গিয়ে বিবিধ কারণ পাওয়া গেছে; সেগুলির মধ্যে প্রধান কারণ হলো: ১. নাম্বার সবাইকে দেয়া হয়ে গিয়েছে। এই নাম্বারটিই সবাই চেনে। তাই চাইলেও পাল্টাতে পারছি না।

২. নতুন নাম্বার আবার সবাইকে দেয়া আরেকটি ঝামেলার বিষয়। ৩. বিদেশের যে সব কোম্পানির সাথে বাণিজ্য সম্পর্ক রয়েছে, তাদের কাছে এই নাম্বার দেয়া। নাম্বার পরিবর্তণ করে ইমপ্রেশন খারাপ করতে চাই না। ৪. ভিজিটিং কার্ডে (বিজনেস কার্ড) এই নাম্বার ছাপানো, আর এই কার্ড হাজারো জায়গায়। কার্ডে নাম্বার চেঞ্জ করা খুব টাফ।

৫. দু'টি মোবাইল ব্যবহার করা ঝামেলা। এমনিতেই একটিরই নিরাপত্তা নেই, আবার দুই টা! ৬. অনেক দিন ধরে ব্যবহার করছি। এমনও হয়েছে তিন বছর পর ফোন করেও আমাকে এই নাম্বারে অনেকেই পেয়েছে। তাছাড়া এক ধরণের মায়াও পড়ে গেছে। ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.