আমাদের কথা খুঁজে নিন

   

বিহংগের একটি সরল কবিতা। উত্স্বর্গঃ ভাগিনা ভাংগা চাঁদ।

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

১। বিষন্ন দিনের অবসন্ন সময়ে হাঁটিছি আমি একা, পথ হাঁটা পথে হঠাৎ করে এক আজনবীর সাথে দেখা। কেমন আছ বন্ধু কোশলাদি জানি,আলিংগন করি বুকে অবসন্ন বিকেল কাটে দুজনার বন্ধুর সাথে সুখে। ২। ঘরে ফিরে আমি ত্বরা করি,এতুটুকু সময় নাই, পরিবারের আর সবাই কেমন জানতে নাহি চাই।

অবুঝ শিশুটি পাশে দাঁড়িয়ে জানিনা কতক্ষন, চোখ রাংগানিতে ছুটে পালায় কাঁদে শান্ত শিশুর মন। ৩। রাত দুপুরে হঠাৎ করে কে যেন আমায় ডাকে, গিয়ে দেখো তুমি ছোট শিশুটি কি যেন গিয়েছে রেখে। শিশুটি যেথায় দাঁড়িয়েছিলো সেথায় আমি যাই, নানান ফুলের গুচ্ছ হেথায় নীরবে পেয়েছে ঠাঁই। ৪।

এবার আমি নিদ্রামগ্ন শিশুর ললাটে চুমি খোকা খোকা বলে কেঁদে ওঠে বুক,ডাকি তারে আমি। বাবা আমার,ফুল কি পেয়েছ রেখেছি তোমার ঘরে, জন্মদিনের শুভেচ্ছা জানাতেই গিয়েছিলাম চুপিসারে। উপসংহার: আজনবী বা বন্ধুর লাগি সময় দিয়ে যাই, তাই বলে কি আপনজনেরে ভুলে যাবে কভু ভাই। মৃত্যুর পরেও পরিবার হলো নাড়ীর আসল মূল একলা কবরে আপনজনেরাই রাখিবে মায়ার ফুল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।