আমাদের কথা খুঁজে নিন

   

অামার প্রিয় কবিতা



অামার স্মৃতিশক্তি বেশ কম। বড় কবিতা মনে রাখতে পারিনা। চার লাইনের একটা ছোট কবিতা লিখব। অাসলে একে কবিতা না বলে ছন্দবদ্ধ পংক্তি বলা যায়। দেখাযাক কেউ বলতে পারে কিনা লাইন গুলো কার লেখা।

কারুর প্রাণে দুখ দিও না, কর বরং হাজার পাপ। পরের মনের শান্তি নাশি বাড়িও না তাঁর মনস্তাপ। অমর অাশিস লাভের অাশা রয় যদি হে বন্ধু মোর; অাপনি সয়ে ব্যথা মুছো পরের বুকের ব্যথার ছাপ। প্রিভিউ দেখার সময় দেখছি লাইন গুলো ঠিক দেখাচ্ছে না তবে অাশাকরি পড়ার সময় অাপনানা তা বুঝতে পারবেন। অার যতিচিহ্নের প্রয়োগেও কিছু ভুল রয়ে গেল হয়ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।