আমাদের কথা খুঁজে নিন

   

বাবার বিয়ে দেখানো



বাবার বিয়েতে বরযাত্রী হবার অভিজ্ঞতা হয়তো সুখকর নয়। তারচেয়েও করুণ ব্যাপার হচ্ছে 'বাবার বিয়ে দেখানো'। কারণ এ প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে 'মায়ের মৃত্যু কামনা করা'। সামহয়্যারইনব্লগবাসী কি বাবার বিয়ে দেখতে যাচ্ছে? যেভাবে গালাগালির মিসাইল ছোড়া হচ্ছে, তা আমার কাছে বাবার বিয়ে দেখানো বা মায়ের (সামহয়্যার) মৃত্যু কামনার মতোই আত্মঘাতী ঠেকছে। একজন ব্লগারের ছবি দেখে সেক্স অনুভবের ঘোষণাটি সামহয়্যারে বেশ গর্বের সঙ্গে বয়ান করা হচ্ছে।

তাতে সম্মতি জানাচ্ছেন কিছু পারভার্টেড বঙ্গপুঙ্গব। আমার স্থির বিশ্বাস, মডারেটররা এসব বিকৃত মানসিকতা সমর্থন করার পাশাপাশি তা চুটিয়ে উপভোগ করছেন। নইলে এটা ঘটার কথা নয়। আমি জানি না, মডারেটররা তাদের নিজেদের মা-বোনের এমন অসম্মান দেখলে প্রতিবাদ করতেন নাকি পেট্রোনাইজ করতেন। তবে এটা সহজেই অনুমান করা যায়, স্রেফ ছবি দেখেই যাদের এই অবস্থা, ------বাকিটুকু বুঝে নেন।

মডারেটরদের কাছে জানতে চাই, ব্লগিংয়ের নামে সামহয়্যারে কি ইভ-টিজিং বৈধ? ক্ষ্যাপা-টেপা আর গন্ডার-ফন্ডারদের ব্লগ দাপিয়ে বেড়ানো ইভ-টিজিং দেখলে বৈধই তো মনে হতে পারে। আপনারা কি এমন একটি ব্লগের কথা আমাকে জানাতে পারবেন, যেখানে ইভটিজিং বৈধ? পারবেন না? অথচ অনেকের জিভের ডগায় অ্যানসারটি লাফায় : কেন সামহয়্যার!!আমরা সামহয়্যারকে বাপের বিয়ে দেখাতে আগ্রহী ?মডারেটররা দীর্ঘজীবী হোক!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.