আমাদের কথা খুঁজে নিন

   

মোল্লারহাটে ১৭০০ বস্তা খাদ্যপণ্যের হদিস নেই

বাগেরহাটে এলএসডি খাদ্য গুদামে সংরক্ষিত ধান-চাল-গম খোদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে হরিলুট করা হয়েছে। বেশ কিছুদিন ধরে এ ধরনের ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তারা রয়েছে ধরার ছোঁয়ার বাইরে। গতকাল খাদ্য গুদামের ১৯টি খামালের (সারি) মধ্যে মাত্র ২টি খামাল গুণে ১৭শ বস্তা খাদ্যের কোনো হদিস মেলেনি। ঊর্ধ্বতন খাদ্য কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযুক্ত ওসি ফুড মিলন কুমার মণ্ডল পালিয়ে গেলেও গত দুই দিনে তাকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে এই খাদ্যশষ্য পাচারের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি সরেজমিন তদন্ত শুরু করেছে। পাচার হওয়া এ খাদ্যশষ্যের মধ্যে গত দুই দিনে উপজেলা সদর থেকে সাড়ে ৫শ বস্তা উদ্ধার হলেও কাউকে আটক বা মামলা করা হয়নি। জেলা খাদ্য কর্মকর্তা মো. এমদাদুর রহমান জানান, মোল্লারহাট খাদ্যগুদামে সর্বমোট ১৮৪৫.৬৪১ মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ ছিল। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আনাম জানান, গোপালগঞ্জের সাতপাড় এলাকার বাসিন্দা ওসি ফুড মিলন কুমার মণ্ডল কিভাবে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পালিয়ে গেল তা তার বোধগম্য নয়। মিলনকে আটকে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।