আমাদের কথা খুঁজে নিন

   

শেখাশেখি পথচলা (শিলা)



ইচ্ছে করে বসে বসে গদ্য লিখি গৃহকোণায় 'তুমি আছ জগত জুড়ে' সেটা কিন্তু মিথ্যে শোনায়। থাক আজ আর বিশ্ব কবির কথা নয়। নিজের কথা, সামহয়্যারে আমার শেখাশেখি (নাকি দেখাদেখি) পথচলার কথা। এ কদিনে আমার কাছে মনে হয়েছে ভার্চুয়াল লাইফ কবিতার মতো, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। হরেক কায়দায় আমরা ব্লগাই।

চটজলদি, মর্জিমাফিক, কম্পিত হাতে, সভয়ে, সাবধানে এবং কেউবা ভেড়াকান্ত স্টাইলে। কেউবা ব্লগান আগে পাছে, কেউবা ভীষণ আস্তে। কেউবা একলা, কেউবা কাতারে কাতারে কুচকাওয়াজ করে। কেউবা ঝড়ের বেগে, ডানে বামে না তাকিয়ে। কেউবা দেখেশুনে দুলকি চালে।

কেউবা বুক চেতিয়ে কেউবা ব্লগান মহাবেগে, কেউবা স্রেফ মনন দিয়ে। কেউবা আখের বুঝে, কেউবা আপন খেয়ালে। কেউবা খুড়িয়ে খুড়িয়ে, কেউবা গা বাঁচিয়ে। ব্লগটা কারো কাছে নেশা, ভালোবাসা। কারো কাছে মত বিনিময়ের প্লাটফর্ম, কারো কাছে বিনে পয়সায় দলীয় আদর্শ প্রচারের মওকা।

কারো কাছে পিঠ চুলকে দেয়ার সুখানুভূতিও। কারো কাছে কবিতা-ছড়া লেখার ডিজিটাল প্যাড। আর আমার কাছে? যেন এক শ্বেত কপোত। যা হাওয়ায় নৌকার মতো ভাসে, তাই নাকি কপোত। তেমনি সিলিকনের হাওয়ায় ভাসে ভার্চুয়াল লাইফের সুখ-দুঃখ, নাম না জানা হাজারো অনুভূতি।

যেন ইলেকট্রনিক সার্কিটে সার্কিটে ভার্চুয়াল সভ্যতা গড়ে যায় তার পথ। আপনারা কি শুনছেন তার উদ্দাম কলরব? ব্লগটা এক অর্থে সাম্যবাদী। তালতলার কেরানীও এখানে সমানে ব্লগান। কথাটা ভুল হলে গোস্তাখির জন্য আমাকে কঠোর সাজা দিন জাঁহাপনা!!! ব্লগ মুলত ভার্চুয়াল সাহিত্য, নিত্য দিনের। রবি ঠাকুর বেঁচে থাকলে কি ব্লগ করতেন? আমার বিশ্বাস করতেন এবং ব্লগের মহিমা দেখে লিখতেন : 'তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি বিচিত্র করি বিচিত্র ছলনাজালে'।

তাই ব্লগ কাঁপানো পোস্ট লিখে যাও বন্ধু যারা আছো মহাসুখে!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.