আমাদের কথা খুঁজে নিন

   

অদভুত উটের পিঠে একই খাবার

বলতে বলতে সবই বলা শেষ তবু...

‌ আমি থাকি জলে, তুমি থাকো ডালে দু-জনের দেখা হবে, মরণের কালে। উত্তর পেতে স্ক্রল করুন... মাছ আর কাঁচামরিচ ধাঁধার উত্তর হলেও বর্তমানে বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী পাশাপাশি সাব জেলে বসে একই বাবুর্চির রান্না যেভাবে খাচ্ছেন, তাতে করে এর উত্তর হাসিনা-খালেদাও হতে পারে। একই বাবুর্চির রান্না হওয়ায় মূলতঃ তাদের খাবার মেনুও এক। তবে খাবার তালিকায় যেভাবে মাছ, মাংস, ডিমের তালিকা থাকে, এমনকি তাদের জন্য কেবল টিভি দেখারও ব্যবস্থা আছে, তাতে করে অনেকেরই এ ধরনের জেলে যাবার ইচ্ছা হতে পারে। ইচ্ছে হলেইবা কি? সবাই কি আর তাদের মতো করে ক্ষমতার অপব্যবহার করতে পারবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।