আমাদের কথা খুঁজে নিন

   

চাদঁপুরী পীর সাহেব সমীপে এবং একটি দ্বিখন্ডিত ঈদ

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ঐ চাদেঁর পীরকে বুঝাতে হবে যে হজ্ব করার জায়গা একটা, এর নিদের্শাবলি সস্পষ্ঠ । কিন্তু ঈদ করার জায়গা সৌদি আরব নয় । আর ঐ পীর সাহবেকে বলদ(মাফ করুক) বলতে ইচ্ছে হচ্ছে । কারণ আমেরিকা রাশিয়া আফ্রিকা অস্ট্রিয়া অস্ট্রেলিয়া সৌদি আরবারের পাশাপাশি দেশ না । তাহলে কি ঐ সব দূরের দেশে রাতের বেলা ঘুম হারাম করে ঈদ যাপন করব !!! অবশ্যই না ।

। । । । ।

বরং হাদীসে সম্ভবত''' একটি কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে ঈদের দিন সকালে ঈদের নামাজ পরার আগে মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়া । '' কারণ পৃথিবীতে সকাল এক সময়ে হয় না । এবং এক সময়ে নামাজ পরা হয় না । যেরকম ---- একদিন আমি অস্ট্রিয়াতে বসে চ্যানেল আই-এ আযান শুনে মনে করলাম আমি ভুল সময়ে নামাজ পড়েছে অথার্ত আমি জহোরের নামাজ এক ঘন্টা আগেই পড়ে ছিলাম । কিন্তু পড়ে খেয়াল হল লন্ডন এক ঘন্টা পিছনে ।

ঘটনাটা এরকম যদি এরকম মনে করেন পীর সাহেব তাহলে মনে হয় সবাইকে অথার্ত সারা পৃথিবী এক সাথে নামাজ পরা উচিত !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!! কেননা, হজ্বও একদিনে করা হয় । আমি মনে মনে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে । সুতরাং এট থেকে প্রমাণিত হয় । ঈদ পৃথিবীর সব দেশ এক সাথে অনুষ্ঠিত হবে না । তবে যোগাযোগের উন্নতির ফলে আমরা সবাইকে কাছে অনুভব করতে পারি ।

তাই অন্য দেশে রোযা আর এদেশের ঈদের কথা শুনে বুঝে একটু ঝামেলা হয় বৈ কি । ****উপরোক্ত ছবির লোকটি যদিও চাদঁপুরী পীর সাহেব না তবুও আমি এই ছবিটি ব্যবহার করলাম । ****

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.