আমাদের কথা খুঁজে নিন

   

Reality of EID ! অন্তত আমার লাইফে !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

চারিদিকে ঈদের আনন্দে জোয়ার বইছে, শুভেচ্ছা বিনিময় চলছে, আমাদের এই ব্লগও তার বিন্দুমাত্র ব্যাতিক্রম নয়, শুভেচ্ছা বার্তায় ব্লগের পাতার পর পাতা সরগরম হচ্ছে। কার পোষ্ট রেখে কার পোষ্টে কমেন্ট করে শুভেচ্ছা বিনিময় করব সে ভাবনায় দিশেহারা। ভাল ! এটা ভাল লন ! কালতো ঈদ, সবকিছু ঠিকই আছে, কিন্তু ভেবে দেখেছেন কাল আপনার “পকেট”-এর কিরকম বেহাল দশা হবে ? আজকের হৃষ্টপুষ্ট পকেট কাল কংকালসারে পরিণত হবে ! আমি সে চিন্তায় মোটেও ভীত নই। আপনার “পকেট”-টাও কাল রেডী রাখতে ভুলবেন না ! কিন্তু তারপরেও বলছি, এমনিতেই আজ ৩-৪ দিন হল মহল্লার রিকশাওয়ালা থেকে শুরু করে বাসের কণ্টাক্টর, হেল্পার আবদারের ভঙ্গিমায় দু-চার টাকা বখশিস হিসেবে গ্রহণ করেই চলেছে, তাদের সেই আবদারকে আর নিরাশ করিনি। যাই হোক এই তো মাত্র দু – কি - তিন, ওদের চাওয়াও তো খুব আহামরী কিছু নয়, এতটুকুনতেই যদি খুশি হয়, হোক! এতো গেল অস্থায়ী বখশিষের কথা।

কাল যখন, ঈদগাহ হতে বাড়ী ফিরবেন আর আপনার ছোট ভাই বোন, ভাইস্তা, ভাগ্নেমশাইরা হুর হুর করে সালাম করবে, আর সালামের প্রতিউত্তরে আপনার পকেটশূন্য হতে যে বেশী সময় নিবেনা তা কিন্তু নিশ্চিত করে বলা যায়। যাই হোক এই তো মাত্র একদিন, ঈদ সেলামী তো আর সারা বছর দিবেন না, এই একটা দিনেই ছোটরা খুশি হলে তাতেই তো অনেক পাওয়া। আজকাল অবশ্য ঈদি তে অনেক চেঞ্জ এসেছে, এখন নাকি মোবাইলেও ব্যালেন্স পাঠিয়ে ঈদ সেলামী দেওয়া হয় এমনকি গ্রহণ করা হয়। বাহ ! বেশ তো বেশ সহজ উপায়ে দেযা নেয়ার পর্ব। মনে পড়ে, ছোটবেলায় ঈদগাহ হতে ফিরে সবার প্রথমে বাবা-মা’কে সালাম করতাম, তারাও যথেষ্ট সেলামী নিয়ে প্রস্তুত থাকতেন।

তখন নিজের সংগ্রহে টাকা বলতে এই ঈদ সেলামীটাই যা ছিল, আজ বড় হয়েছি, উপর্যনও করছি, বাবা রিটার্য়াড, মা গৃহিনী, আজও ভুলিনা ঈদগাহ হতে ফিরে তাদেরকে সালাম করতে কিন্তু বিপত্তিটা সেখানেই এখন কি হয়েছা সেলামী তো দেয়ই না বরঞ্চ “বেঁচে থাক বাবা, বড় হও” এই গুরুবাক্য শুনিয়ে দেন, আরে বাবা ! এই ছেলের এখনও তো মন চায় বাবা-মা’এর কাছ থেকে সেলামী নিতে, কিন্তু বাবা-মা সেট বুঝেন না। সবকিছুকে ছাপিয়ে ঈদের এই আনন্দ যে সবার সাথে শেয়ার করে নিতে পারি সেটাতেই আনন্দ, সেটাতেই সুখ, হোকনা একদিন “পকেট”টা পুরো খালি, তাতে কি সবাই যদি আনন্দে থাকি এই তো ঢের ! সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জীবনে ঈদ বয়ে আনুক আনন্দ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।