আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম গেজেটে একমাত্র বীরশ্রেষ্ঠ ছিলেন মুন্সী আবদুর রউফ

সংবিধান-ই নাগরিকের শক্তি

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরউত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম এবং ৪২৬ জনকে বীরপ্রতীক সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দেয় বাংলাদেশ সরকার। তবে এর আগে ৬ এপ্রিল ১৯৭২ সালে আরো একবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছিল। পূর্ববর্তী গেজেটের তালিকা স্বীকার করে নিয়ে পরবর্তীতে তালিকা আরো বড় করে দ্বিতীয় দফা গেজেট প্রকাশ করা হয়। ১৯৭২-এর ৬ এপ্রিল প্রকাশিত প্রথম গেজেট নোটিফিকেশনে মুন্সী আবদুর রউফ ছাড়া আর কারো নাম বীরশ্র্রেষ্ঠের তালিকায় ছিল না। ১ জনকে বীরশ্রেষ্ঠ, ৩ জনকে বীরউত্তম, ১৪ জনকে বীরবিক্রম এবং ২৫ জনকে বীরপ্রতীক হিসেবে খেতাব দিয়ে প্রথম দফা ১৯৭২ সালের ৬ এপ্রিল এ গেজেটটি প্রকাশিত হয়েছিল। প্রথম গেজেটটি সংশোধন করে দ্বিতীয় গেজেটটি প্রকাশিত হলেও এতে প্রথম তালিকা থেকে কারো নাম বাদ পড়েনি। শুধুই সংযোজন হয়েছে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কর্নেল তাহের বা কাদের সিদ্দিকীর নামও প্রথম গেজেটে ছিল না। প্রথম দফা গেজেটে গণবাহিনী থেকে কোনো সদস্যকে খেতাব না দেয়া হলেও পরবর্তী গেজেটে তাদের নাম সংযোজন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।