আমাদের কথা খুঁজে নিন

   

Winindows 8 Dot Net Offline Enabler

আসসালামুআলাইকুম, ভূমিকায় না গিয়ে সরাসরি কাজের কথায় আশা যাক। আমাদের মধ্যে অনেকে উইন্ডোজ ৮ ইন্সটল করার পর কিছু সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে ঝামেলায় পরেন DotNet 3.5( 2 & 3.5 ) না থাকার ঝামেলা। এটি অনলাইন থেকে ডাউনলোড করতে বলে। যারা কমান্ড এর মাধ্যমে একটিভ করেন তাদের কথা আলাদা, কিন্তু সাধারন ব্যবহারকারিরা পরেন চরম বিপাকে। আর তাই আপনাদের জন্য আমার আজকের এই লেখা।

Windows 8 Dotnet 3.5 Enabler ( 2 & 3.5 ) on Offline Mode। প্রথমে আপনি এখান থেকে ডাউনলোড করুন। মাত্র ৯০৪ KB এর ফাইল। আপনি সাধারন ভাবে ওপেন করলে ছবির মত লেখা আসবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনাকে Run As Admin করতে হবে।

নিচের ছবির মত আসবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার ডিভিডি রমটি খুলে যাবে। OK করুন। উইন্ডোজ ৮ এর ডিভিডি টি রমে প্রবেশ করান ও রম ক্লোজ করে দিন। কছুক্ষন অপেক্ষা করুন, যখন আপনার কম্পিউটার উইন্ডোজ 8 এর ডিভিডি শনাক্ত করবে তখন “”Enable Dot Net”" বাটন চাপুন।

মাত্র ১ বার প্রেস করবেন না হলে পিসি হাং করবে। এবার অপেক্ষা করুন। Dot Net একটিভ হলে সফটওয়্যারটি আপনাকে বলবে। পিসি Re-Start চাইতে পারে, চাইলে দিন। ব্যাস কাজ শেষ।


আর যারা পেন ড্রাইভ এর মাধ্যমে উইন্ডোজ ইন্সটল দেন তাদের একটু কষ্ট করতে হবে। আপনাকে Run As Admin করার পরে নিচের ছবির মত আসবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Let Me Choose Drive করবেন। আপনাকে একটি সাবধান বাণী জানানো হবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
OK করুন।

নিচের ছবির মত ড্রাইভ লিস্ট আসবে। এখান থেকে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে দিন এবং “”Enable Dot Net”” এ মাত্র ১ বার ক্লিক করুন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মাত্র ১ বার প্রেস করবেন না হলে পিসি হাং করবে। এবার অপেক্ষা করুন। Dot Net একটিভ হলে সফটওয়্যারটি আপনাকে বলবে।

পিসি Re-Start চাইতে পারে, চাইলে দিন। ব্যাস কাজ শেষ। আপনি সফল ভাবে DotNet 3.5( 2 & 3.5 ) এনাবেল করেছেন। যদি হাতে সময় থাকে আমাদের অফিশিয়াল সাইট থেকে ঘুরে আসতে পারেন। IT NEXT Digital FB Page ও OneTouch™ Technologies Ltd. FB Page ফেসবুকে আমি।

আর একটি কথা গঠনমূলক পরামর্শ দিতে আশাকরি কৃপণতা করবেন না। সব্বাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফিয।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.