আমাদের কথা খুঁজে নিন

   

হাসির ঝুলি-২ (ক্লোজআপহাসি)

(",)('.')(,")

০১. এক সর্দারজীর একবার মুরগি পালার শখ হইছে। একটা মুরগী আর একটা খাঁচা কিইনা মুরগী পালার মিশন শুরু করল। কিন্তু খাঁচার পিছনে ফুটা আছিল সেই ফুটা দিয়া মুরগী পালায়া গেল। সর্দারজী অনেক খুইজা-খাইটা মুরগীটারে ধইরা আনল, খাঁচায় ভইরা রাখল কিন্তু মুরগীটা আবার পিছনের ফুটা দিয়া বাইর হইয়া গেল। সর্দারজী আবার মুরগীটারে ধইরা আইনা আবার খাঁচায় ভরল কিন্তু আবার পিছন দিয়া বাইর হইয়া গেল।

এইবারতো সর্দারজীর চান্দি গরম। মুরগীটারে ধইরা আইনা খাঁচায় না ভইরা জবাই কইরা খাইল। কিন্তু....... আবারও পিছন দিয়া বাইর হইয়া গেল। ০২. এলাকার এক ভিক্ষুককে এক লোক ২ টাকা ভিক্ষা দিতেই ভিক্ষুকটা লোকটাকে ডাক দিল। ভিক্ষুকঃ ভাইজান শুনেন।

লোকঃ কি ব্যাপার? ভিক্ষুকঃ ভাইজান, আপনে আগে আমারে ১০ টাকা ভিক্ষা দিতেন। মাঝে দিয়া ৫ টাকা কইরা দিতেন আর এখন ২ টাকা দিলেন বিষয়ডা কি? লোকঃ শুনেন, যখন আমি ১০ টাকা দিতাম তখন আমার বিয়া হয় নাই। বিয়া হওয়ার পর থেকে খরচ বেড়েছে তাই ৫ টাকা দেয়া শুরু করলাম। এখন আমার ঘরে সন্তান এসেছে তাই খরচ আরও বেড়েছে সেজন্য দুই টাকা দিচ্ছি। ভিক্ষুকঃ হায় হায়! আপনেতো দেহি লোক ভালা না, আমার ভিক্ষার টাকা দিয়া সংসার চালাইতাছেন।

০৩. এক সুন্দরী যুবতী বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছে। বাস আসতেই যুবতীটি বাসে উঠতে গিয়েও পারলনা কারন তার পরনের স্কার্টটি ছিল ভীষন টাইট। যুবতীটি পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন একটু আলগা করে নিল। কিন্তু ততক্ষনের বাস ছেড়ে দিয়েছে। পরবর্তি বাস আসলে আবার উঠার চেষ্টা করল।

কিন্তু এবারও পারলনা স্কার্ট টাইট থাকার কারনে। যুবতীটি আবার পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন আরেকটু আলগা করে নিল। কিন্তু এর পরবর্তি বাসে উঠতে গিয়েও একি অবস্থা, স্কার্ট এখনও টাইট। যুবতীটি আবার পিছিয়ে এসে তার স্কার্টের পিছনের চেইন একটু আলগা করার জন্য টান দিতেই পিছন থেকে একটা লোক যুবতীটিকে ধরে বাসে তুলে দিল আর নিজেও বাসে উঠে পড়ল। যুবতীতো রেগে আগুন।

চিৎকার করে বলে উঠল, আপনার এত্ত বড় সাহস! কোন অধিকারে আপনি আমার গায়ে হাত দিলেন। লোকঃ আমিওতো তাই জিগাই! কোন অধিকারে আপনে আমার প্যান্টের চেইন ধইরা তিনবার টান মারলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।