আমাদের কথা খুঁজে নিন

   

রমিজের আয়না : অফিসে অফিসে

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

শত্রুর জন্যে বুকে বন্ধুত্বের সুগন্ধী নিয়ে ঘুরতে পারি তেমন মহত আমি ছিলাম না কোনকালেই আমি শুধু ভেবেছি 'সত্যি মানুষ' কখনো মানুষের শত্রু হতে পারে না। উদোম খেয়োখেয়িতে যখন নড়ে গেছে জীবিকার ভিত্ তখনো নিজের সমূহ ক্ষতি সয়ে আমি থেকেছি নিশ্চুপ আমার মনে হয়েছে 'সত্যি মানুষ' আমাকে আঘাত করবে না, বাস্তু কবুতর জানে আমি তার চাইতেও অহিংস। প্রত্যাঘাত আমার চরিত্রে নেই, আমি 'হাম্মুরাবি'র প্রাচীন সেই আইন (একালেও অনেকেই যার প্রয়োগ চায়) প্রয়োগ করিনি ভুলেও। আজ তবু সব ভুল মনে হয়, মানুষ হতে চাইবার চেষ্টাকে আঁধারে জ্বলা ক্ষণিক ফানুসের মতো অলীক লাগে। আমার পাশে মতিভ্রমের নাগপাশে মানুষ কাঁদে অথচ শুনতে পেলাম আরেক মানুষ(!)ই তাকে ফেলেছে ফাঁদে। বি.দ্র : ক্ষণিকের চতুর চপলতায় কলিগ একটা ভুল করেছে, আরেক কলিগ ধরিয়ে দিয়েছে, ঈদের এই ৬দিন আগে ভুল করে যে ভুল করেছে, সে চাকুরী হারিয়েছে। ন্যায় অন্যায় জানি না। বড় মায়া হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।