আমাদের কথা খুঁজে নিন

   

এখনকার সত্তরের জন্য সুসমাচার

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এখন তোমরা যারা সত্তর এ বসে ঠোঁটে মুখে জীবন চিবিয়ে চিবিয়ে মুখ মেহন কর দাঁতহীন মাড়িতে তোমাদের লেহনে ভাঁজ পড়া যৌবন উপচে উপচে পড়ে লাবন্যের নতুন সংজ্ঞায় আর সংসারী মেদগুলো সততই শান্তিময় বিভা ছড়ায় সর্ম্পকের আঁশতোলা বাজার মন্দায় বিশেষত তাদের জন্যই বলছি যেহেতু বেঁচে রয়েছ এখনো সেহেতু সাবধান হও মহত্বে নয়, শিষ্টাচারে নয়, মাংসে নয়, ত্যাগে নয় আরো সাবধানী হয়ে ভোগ কর জগতের সকল সুখ নিজের শক্তিমত্তাকে সম্ভোগ কর জীবিত থাকার পরিহাসে নিজেদের চিন্তামুক্ত কর এবং বেঁচে থাকো দলগঠন কর, ষড়যন্ত্র কর, খ্যাতিমান হও খুব বেশি সময় নেই তোমাদের হাতে না না বেঁচে থাকা নিয়ে বলছিনা টিকে থাকার কথা বলছি এই সহস্রাব্দে মারা যাবেনা কেউ তাই আত্মীয়-পরিজন, পরিবার নিয়ে টিকে থাকার চেষ্টা কর কেননা ঠিক এ মুহুর্তে পৃথিবীতে পয়দা হচ্ছে একশত সত্তর বছরের শিশু তাও সংখ্যায় অগণিত এদের একজনও মারা যাবেনা কোনদিন অন্তত একশত সত্তর বছরের আগে তোমরাও বেঁচে রইবে অনন্তকাল আসলে যতদিন বাঁচিয়ে রাখতে চাইব ততদিনই তাই হে সত্তরের শ্রমিকেরা তোমরা সতর্ক হও তোমাদের শাসন করবে একশত সত্তরের শিশুরা অচিরেই, এই শতাব্দীতেই.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.