আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা প্রাণে নতুন দোলা

সাদা ময়লা রঙ্গীলা পালে

কয়েকদিন আগের ঘটনা থেকেই শুরু করি। ঢাকায় “বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রধান কার্যালয়ে উইকিপিডিয়ানদের আড্ডায় বসে আমরা বাংলা ভাষার বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকাশ নিয়ে আলোচনা করছিলাম। সত্যি করে বললে আমরা অনেকটা হতাশ হয়েই পড়েছিলাম। ২০০৬ সালের মার্চে নতুন করে শুরু করা উইকিপিডিয়ার কার্যক্রম যেন ঝিমিয়ে পড়েছিল। এমনও নাকি হয়েছে যে, কয়েকদিন হয়ত একটিও সম্পাদনা হয় নি।

সেদিন আমরা প্রতিগ্ঞা করি, যে করেই হোক আমাদের এগিয়ে যেতে হবে, নতুন উইকিপিডিয়ানদের অন্তর্ভূক্ত করার পাশাপাশি নিজেদেরও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যক্তিগতভাবে আমার পক্ষে সরাসরি বাংলা উইকিতে কাজ করা সম্ভব হচ্ছিল না। বাড়িতে ইণ্টারনেট না থাকায় এবং সাইবার ক্যাফেতে বাংলা দেখতে না পারার জন্য অনেক পরিকল্পনাই ভেস্তে যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে গত ১৩ সেপ্টেম্বর বাড়িতে ইণ্টারনেট নিয়ে আসার সুযোগ হলে বিপুল উদ্দমে কাজে লেগে পড়ি। নতুন আগ্রহ নিয়ে আবারো কাজ করতে শুরু করেন বাংলা ভাষার উইকিপিডিয়ানরা।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানরা আবার লেখা শুরু করে দেন। এমন অবস্থায় উন্নতির গ্রাফটা ধরে রাখার জন্য আমরা নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করি। চালু হয় “আপনি জানেন কি” । ইংরেজি উইকিপিডিয়ায় “ডিড ইউ নো” নামে একই ধরণের একটি বিভাগ রয়েছে। মূলত এই বিভাগ নতুন সৃষ্ট নিবন্ধগুলোতে পাঁচদিনের মধ্যে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করে।

এক-দু লাইনের নিবন্ধই হয়ত পাঁচদিনে ব্যাপক আকার ধারণ করে। শুধু তাই নয়, পুরনো যে নিবন্ধগুলোতে উপযুক্ত তথ্যের অভাব ছিল, সেগুলো বর্ধিত করে পাঁচদিনের ভেতরেই মনোনয়নের জন্য দেয়া সম্ভব। আপনাদের অনেকেরই হয়ত মনে আছে, আলপিন নিষিদ্ধ হয়ে যাবার পর ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতায় এই বিভাগেই একটি লেখা গিয়েছিল। এভাবে করেই “ডিওয়াইকে” বা “আজাকি” পাঁচদিনেই বাজিমাত করে দেয়! বাংলা উইকিপিডিয়ার জন্য এমন একটি বিভাগ আরো বেশি উপযুক্ত কেননা আমাদের পূর্ণাঙ্গ নিবন্ধের সংখ্যা খুব বেশি নয়। আবার অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধ এখনো তৈরি হয় নি।

দ্রুত সেগুলো তৈরি ও সমৃদ্ধ করতেই তাই সূচনা ঘটে আপনি জানেন কি। আশার কথা শুরুতেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রথম আপডেটেই আমরা পাঁচটি ভাল নিবন্ধ দিতে পেরেছি। দ্বিতীয় দফায় দিয়েছি এগারোটি নিবন্ধ (কয়েকটি অবশ্য একটু ছোট হয়ে গেছে, শুরুতে গাইডলাইন কিছুটা শিথীল রাখা হয়েছে)। প্রথম আলোর বিগ্ঞান সাময়িকী পাতায় এ নিয়ে একটি প্রতিবেদনও ছাপা হয়েছে।

পরবর্তী আপডেটের জন্য যা খুব সম্ভবত ৭ তারিখে হবে, আমাদের এখনি তিনটি ভাল প্রস্তাবনা পাওয়া গেছে। ব্যাপক উৎসাহ প্রতিমুহর্তে আমাদের অনুপ্রাণিত করেছে। আরেকটি মজার কথা হল, ইংরেজি ভাষা থেকে কিছু নিবন্ধ অনুবাদ করে আজাকি (আপনি জানেন কি)র জন্য মনোনয়ন দেয়া হলেও, কিছু কিছু নিবন্ধের উপর কাজ হয়েছে যা ইংরেজি ভাষার প্রতিদ্বন্দ্বীতামূলক “ডিওয়াইকে” বিভাগে মনোনীত হবার দাবী রাখে! তাই কম্পিউটারে বাংলা পড়তে ও লিখতে পারা সকলদের প্রতি আমাদের নতুন এই বিভাগটির জন্য কাজ করার আমন্ত্রণ জানাই। দেশ-বিদেশের কোন গুরুত্বপূর্ণ নিবন্ধ সম্পর্কে তথ্য থাকলে আজই যোগ দিন আমাদের নতুন এই অভিযাত্রায়। আরো দেখুন: মনোনয়ন দেবার স্থান নিয়মাবলী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।