আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগজরিপ ফলাফলঃ (জামাত ব্যান খাইলে আপনার কতটা লাগবে?)

ধারাভাষ্য

******** উল্লেখযোগ্য ******** * সরাসরি উত্তর দিয়েছেন - (৩৫) ** জামাত ব্যান খেলে নিঃশর্তে-নিশ্চিন্তে সহমত পোষণ করবেন - (২৭) ৭৭% ** বাকী - (৮) ২৩% * সরাসরি উত্তর দিয়েছেন - (৩৫) ** জামাত ব্যান খেলে যেকোন পর্যায়ে (শর্ত-নিঃশর্ত নির্বিশেষে) খুশি হবেন - (৩০) ৮৬% ** বাকী - ৫ (১৪%) ****** বিস্তারিত ****** কেমন আছেন সবাই? অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিশ্চয়ই, কখন আমি এই উন্মুক্ত জরিপের ফলাফল একা একা কষ্ট করে গুণে এখানে ছাপাই। তাহলে আপনাদের অপেক্ষা শেষ হল। প্রশ্ন ছিলঃ চটাৎ সরকারিভাবে জামাত ব্যান খেলে আপনার অভিব্যাক্তি কি হইবেক? উত্তরঃ প্রশ্নে নির্দিষ্ট অপশন দিয়ে না দেয়ায় উত্তরগুলো থেকে আমাকে ডেটা মাইনিং(!) করে ক্লাসিফিক্যাশন করতে হয়েছে। শেষ মন্তব্যঃ {{ তীরন্দাজ বলেছেন : ২০০৭-১০-০৪ ১২:৪৩:৪৭ ব্যান যদি সফল ভাবে করা হয়, কইরা আবার ফেরত না নেয়া হয়, হেগো লগে যদি কোন আতাত না করা হয়, তাইলে খুবই ভাল কতা। কিন্তু কতাডা আইলো, "বিলায়ের গলায় ঘন্টা বানবো কেডায়?" }} * ১) সরাসরি উত্তর দিয়েছেন - (৩৫) ** সিদ্ধান্তে নিঃশর্তে সহমত পোষণ করবেন বলে দেখা যাচ্ছে - (২৭) যাযাবর পংক্তিমালা, বিবণ, এ এক অন্য আই, ভুইয়া, জ্বিনের বাদশা, আলী, মানুষ, দ্বিতীয়নাম, কখগঘ, অচেনা বাঙালি, এস্কিমো, আহমাদ মুজতবা, স্বপ্নের ফেরিওয়ালা, প্রত্যুৎপন্নমতিত্ব, রাহুল, আমি সাগর, রিকো, মাহবুব সুমন, ডক্টর অব মেন্টাল ডিসঅর্ডার, নাজিম উদদীন, আমি কে, বিষাক্ত মানুষ, রাশেদ, হট্টগোল, কষ্ট, অলস, উদাসী স্বপ্ন ** সিদ্ধান্তে চিন্তিত বা শর্তসাপেক্ষে খুশি হবেন - (৩) শিবলী, শাহবাজ, তীরন্দাজ ** ব্যানকে ঝামেলা বা চিন্তিত হবার বিষয় মনে করেন এবং যুদ্ধাপরাধীর বিচার চাবেন - (৪) ঠোটকাটা ব্লগার, বিবেক সত্যি, সারওয়ারচৌধুরী, ফারহান দাউদ ** ব্যানটা ভিত্তিহীন মনে করবেন ও জামাত নেতারা যদ্ধাপরাধী হলে বিচার চাইবেন - (১) মাহমুদ রহমান * ২) সরাসরি উত্তর দেন নি - (৯) ** প্রশ্নে সরাসরি মন্তব্য না করে জামাতের প্রতি ঘৃণা পোষণ করেছেন - (১) মুহাম্মদ আলমগীর ** প্রশ্নে সরাসরি মন্তব্য না করে "সিদ্ধান্তে নিঃশর্তে সহমত পোষণ করবেন" এমনজনের প্রতি সহমন্তব্যকারী - (১) কেমিক্যাল আলী ** প্রশ্নে সরাসরি মন্তব্য না করে "সিদ্ধান্তে নিঃশর্তে সহমত পোষণ করবেন" এমনজনকে প্রতিমন্তব্যকারী - (১) ভ্রুক্ষেপিত জ্ঞান, ** প্রশ্নে সরাসরি মন্তব্য না করে স্পর্শক মন্তব্য করেছেন - (২) ইকারুস, দেশপ্রেমিক ** সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত উত্তরের অপেক্ষায় থাকবেন - (১) নাজিরুল হক ** গল্প লিখেছেন - (১) জেনারেল ** উত্তর বুঝতে পারি নি যার - (১) অমিত ** শুধু ৫ দিয়েছেন - (১) সুধারাম সাধ **************************************************************************************** যারা সরাসরি উত্তর দিয়েছেন, তাদের নিয়েই ফলাফল করতে হচ্ছে, কেননা বাকিরা ঠিক জানান নি, চটাৎ এমন সিদ্ধান্ত এলে কি অভিব্যাক্তি হবে তাদের।

* সরাসরি উত্তর দিয়েছেন - (৩৫) ** জামাত ব্যান খেলে নিঃশর্তে-নিশ্চিন্তে সহমত পোষণ করবেন - (২৭) ৭৭% ** বাকী - (৮) ২৩% * সরাসরি উত্তর দিয়েছেন - (৩৫) ** জামাত ব্যান খেলে যেকোন পর্যায়ে (শর্ত-নিঃশর্ত নির্বিশেষে) খুশি হবেন - (৩০) ৮৬% ** বাকী - ৫ (১৪%) আমার ক্লাসিফিক্যাশনের সাথে যদি একমত না হয়ে থাকেন, তবে অভিব্যাক্তি স্পষ্ট করার সুযোগ উন্মুক্ত রইলো। তবে, সে সুযোগ কেবলমাত্র সরাসরি উত্তরকারীদের জন্য। **************************************************************************************** রেটিং ৪.৩ / ৩৩ একটি অপশন দাঁড়ায় ২৭ জন ৫ দিয়েছেন = ১৩৫ ৬ জন ১ দিয়েছেন = ৬ মোট = ১৪১ গড় = ১৪১/৩৩ = ৪.২৭ ~ ৪.৩ কেউ যদি এই অপশনে ভিন্নমত পোষণ করে থাকেন, তবে অবশ্যই আপনি ১, ৫ এর বাইরে কত দিয়েছেন জানান। ফলাফল আপডেট করা হবে। **************************************************************************************** মোট ৪৪ জন মন্তব্য করেছেন, এর মধ্যে ৩৫ জন (৮০%) সরাসরি উত্তর করেছেন।

খুব সুষ্ঠুভাবে জরিপে অংশগ্রহণ করে ব্লগজরিপটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এখানে কেবল পরিসংখ্যানগত উপাত্ত তুলে ধরা হল। কেউ যদি এখান থেকে কোন সেমি-মৌলিক গবেষণা বা উপউপসিদ্ধান্তে উপনীত হবার জন্য এই তথ্য ব্যবহার করতে চান, তবে সামহোয়্যার ইন ব্লগ হতে তথ্য প্রাপ্তি স্বীকার সাপেক্ষে স্বাগতম। এইরকম জরিপ আরো হইবেক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।