আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমন কাহিনী: রোভানিয়ামি , ফিনল্যান্ড।

সীমান্তের অতন্দ্র প্রহরী ক্রিসমাস এর লম্বা ছুটিতে রোভানিয়ামি যাবার প্ল্যান করলাম। সাথে কেউ যেতে রাজি না হওয়ায় একা ই ট্রেনে চেপে বসলাম, গন্তব্য ৭০০ কিমি দূরের রোভানিয়ামি মনে করা হয় santa claus ঐখানে বসবাস করে। তবে আমার যাবার উদ্দেশ্য Reindeer, Aurora আর Ice hotel দেখা। বিকাল নাগাদ পৌছে গেলাম রোভানিয়ামি মাসুদ ভাই এর বাসায় রাত কাটালাম। দিনের আলো মাত্র ৩ ঘন্টার জন্য, দিন শুরু না হতেই শেষ হয়ে গেল।

রিয়াদ ভাই এর গাড়ি করে santa park এ গেলাম। দেখা মিলল Reindeer এর পাশেই পেলাম বরফ এর হোটেল। রিসিপশন ডেস্ক পর্যন্ত বরফের এ দিন তাপমাত্রা ছিল মাইনাস ২৮ আমার সহ্য ক্ষমতা মাইনাস ১৫ বেশিক্ষন থাকতে পারলাম না। বরফের তৈরি পাখি টেবিল অনুমতি নিয়ে তাদের ছবি তোললাম তাদের বিশ্বাস santa claus বসে বসে পৃথিবীকে ঘুড়ায় আর্টিকুম নামের যাদুঘরে গেলাম। চামড়ার নৌকা ভাগ্য খারাপ Aurora র দেখা মিলল না।

নেট খেকে Aurora র ছবি আরো একদিন এদিক সেদিক ঘুরে বাসায় চলে আসলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।