আমাদের কথা খুঁজে নিন

   

mystery scaryবক্স ভৌতিক রহস্য গল্পের ঝুলি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

যার ইংরেজী করলে দাড়ায় mystery scarybox এর বাংলা আক্ষরিক বাংলা করলে 'পানসা' অথার্ত স্বাদহীন লাগবে, তাই ভাবানুবাদ হবে 'ভৌতিক রহস্য গল্পের ঝুলি' । তিনটি কাহিনী আছে > Das Pafüm des Satans অথার্ত 'শয়তানের সৌরভ' যা Benjamin Knight এর লেখা । বাকি দুইটা গল্প এখনো শুরু করেনি । কারণ প্রথমটিই শেষ হয় নি । গল্পটা ঠিক এরকম যে, একটি শিশু বয়স প্রায় ৮ বছর ।

মা-বাবাকে ৩ বছর বয়সেই দুর্ঘটনায়(ঘরে আগুন লেগে) হারিয়েছে । ভাগ্যক্রমে সে বেচেঁ যায় । এরপর থাকে পালিত কন্যা হিসেবে দুই কন্যার জনৈক জনক ও জননী নেয় । কিন্তু যেহেতু ইউরোপীয় সংস্কৃতির উপর ভিত্তি করে লেখা তাই তার আগমণ পরিবারের দুই কন্যার উপর বিশেষ ভাবে প্রভাব ফেলে (এটা আমার মতামত) । কারণ একটি অসহায় মেয়ের সাথে আমাদের দেশের লেখক কোন মতেই গল্পের শুরুতে এরকম আচরণ করতে না ।

যেভাবে এই 'বেনজামিন সাহেব' করেছে । যাই হোক । যদিও মেয়েটি ততটা অসহায় ছিল না । কারণ গল্পের পটভূমি তাকে নিয়েই । সেই ছিল এই গল্পের 'শয়তান' ।

আসলে সে ছিল পূর্বকালে ডাকিনী(ভুডো) চর্চা কারিনী তার বোন ও পরিবার আছে । সে আবার জন্ম নিয়েছিল এবং চেয়েছিল তার পরিবারকে এক সাথে করতে আর এই কারণে পথের সব কাটাঁ সে সরিয়ে ফেলে । প্রথমে ৩ বছর বয়সে তার জন্মদানে সহায়তাকারী পিতা-মাতাকে পুড়িয়ে মেরে ফেলে । সবাই জানে কোন এক দুঘর্টনা । পরে ঘটনাক্রমে পালিত কন্যা যার বাড়িতে সেই বাড়িতে জন্ম গ্রহণ করে দ্বিতীয় ছোট বোন(বয়স ৮ বছর) ।

সে এখন তাকে এক সাথে নিবে । আর ঐ পরিবারের বড় বোন(বয়স ১৫ বছর) ব্যাপারটা ধরে ফেলে । আর ঐ বোন এর একজন বান্ধবী আছে যে এই ভয়াবহ সমস্যা তাকে সাহায্য করতে এগিয়ে আসে । আর এই 'শয়তন' খ্যাত মেয়েটির শরীর থেকে বিষের গন্ধ আসে । তবে সব সময় অনুভব করা যায় না ।

তা প্রথম বড় বোনের বান্ধবীই অনুভব করে । আর এই ছোট্ট ডাকিনী মেয়েটি ভয়ংকর শক্তিশালী । আর এখন এই পরিবারের ছোট মেয়েকে নিয়ে চলে যাবার আগে সবার ধ্বংস কামন করে শয়তানী পরিকল্পনা করছে... আর এভাবেই কাহিনী এগিয়ে যাচ্ছে এখনও পুরো শেষ করেনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।