আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্র, মাথার চুল ও একটি ফ্ল্যাট।

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

প্রথমটা খুবই প্রচলিত মিশরীয় কৌতুক। আর দ্বিতীয়টা মিশরের সত্যিকারের ঘটনা, যেটা আমাদেরই ইউনির এক স্যার সম্মুখিন হয়েছিলেন!(ক্লোজআপহাসি) ১. সেই পিচ্চিকাল থেকেই শুনে আসছি যে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক। এখনও সেই একই ব্যাক্তি। ত কিছুটা বড় হওয়ার পর জানলাম যে ঐ দেশে নাকি গনতন্ত্র প্রতিষ্ঠিত!। সেই গনতান্ত্রিক দেশের ১টি প্রচলিত কৌতুক নিম্নরুপ প্রেসিডেন্ট হোসনি মুবারাক খুবই টিপটপ চলেন, প্রতিদিন সেভ, প্রতি সপ্তাহে চুল কাটেন।

এসব কাজ বিশেষ করে চুল কাটার জন্য একজন স্বনামধন্য নাপিত ফিক্সড থাকে। প্রতি সপ্তাহে সে চুল কাটতে যায়। চুল কাটার সময় সে প্রেসিডেন্টকে প্রায়ই প্রশ্ন করে, -"স্যার গনতন্ত্র কবে দিবেন?" প্রশ্ন শুনে মুবারাক মিয়া চমকে ওঠে.... বলে, "হ্যাঁ, এই ত, দিয়ে দিব!" প্রতি সপ্তাহে ঐ ব্যাটা একই প্রশ্ন করে আর মুবারাক মিয়া চমকে উঠে। একদিন ক্ষেপে যায়... চিল্লায় ওঠে ... "ঐ ব্যাটা তোর এত বড় সাহস!! আমার নূন খাইয়া আমার বিরুদ্ধে কথা... আইজ তোর একদিন কি আমার একদিন!" নাপিত মিয়া দেখল 'ফি কুল্লি খালাছ'- সব শেষ..... তারাতারি বলল, "স্যার সমস্যা হইতাছে আপনার চুল খুবই কোকড়া, কাটা যায় না, তয় খেয়াল করলাম গনতন্ত্রের কথা জিগাইলে আপনার চুল খারাই যায়; তখন কাটতে সুবিধা হয়। এজন্য এই কথা জিগাই।

" নাপিতের কথা শুনে প্রেসিডেন্টের চুল আস্তে আস্তে নেতিয়ে পরে। ২. আমাদের এক স্যার মিশরের আল-আজহার ইউনি থেকে ডিগ্রি নিয়ে আসছেন। ত আজহারে প্রথম যেয়ে হলে সিট না পেয়ে তারই এক বন্ধুর সাথে শেয়ার করেন। একদিন সন্ধ্যার সময় তারা দুজনই বাহির হন। ত তার বন্ধু তাকে একপাশে রেখে ফোন বুথে যান ফোন করতে।

এই সময় এক মিশরীয় এসে স্যারকে জিগাইল, "স্যার ফ্ল্যাট লাগবে? কমদামে ভাল ফ্ল্যাট?" স্যার ভাবল যেহেতু হলে সিট নাই তাই আপাতত ফ্ল্যাটে থাকলে খারাপ না! বললেন, "হ্যাঁ লাগবে, কমদামে ভালো ফ্ল্যাট। " মিশরী খুশি বলে, "স্যার দরদাম করে ফেলেন, দেখে ভালো লাগলে নিবেন, না হলে নিবেন না!" স্যারও আশ্বস্ত। দরদাম শুরু করে। এমন সময় হটাত তার কলার ধরে কে যে হ্যাঁচকা টান মারল। স্যার হতভম্ব।

দেখে ঐ ব্যাটা নাই, পিছে তাকাই দেখে তার বন্ধু তারে টান দিয়া সরাই ফেলছে। বন্ধু জিগাই, "আয়হায়, কি করলি এসব? কিছু জানস না?" বলে, "না!" -- "আরে ফ্ল্যাট মানে কি জানস? 'চামরা'!" স্যার ত পুরা োক োদ! "মানে?" আরে মানে হইতাছে গিয়া Pros... এর ব্যবসা। কোড নেইম 'ফ্ল্যাট'... তুই ত পুরা গেছিলি!(বাঁচাওওও) স্যার কিছুক্ষন হতভম্ব হয়ে থাকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।