আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়? -২ (ঋণ প্রসংগ)-পরিমার্জিত

কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

২০০৭-১০-০১ ১৫:৪৯:৫২ "ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়?" পোস্টটি থেকে অনেক কিছু জানতে পারলাম। সবাইকে এজন্য ধন্যবাদ। কিন্তু আরও কিছু প্রশ্ন এসে পড়েছে। তার একটি এমন: (প্রশ্ন২.) লোন নেয়ার সময় ইসলামী ব্যাংক জামানত নেয় কিনা?না নিলে তারা কিসের বেসিসে লোন দেয় ... (জ্বিনের বাদশা ) অলরেডি কিছু আলোচনাও হয়েছে এ নিয়ে। যেমন: জ্বিনের বাদশা বলেছেন : ২০০৭-১০-০১ ১৩:২২:০৮ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে লোনের টাকা ভিন্নখাতে খরচ করা কঠিন ... ক্রয়-বিক্রয় ভিত্তিক বলে আপনি গাড়ী কিনবেন বলে টাকা নিয়ে বাড়ী করতে পারবেননা ... কারণটা সম্ভবতঃ গাড়ীটা ব্যাংকের নামে কেনা হয়, তারপর টাকা পরিশোধ হয়ে গেলে তারা নামবদল করে।

ঝড়ো হাওয়া বলেছেন : ২০০৭-১০-০১ ১৪:২০:৩০ আমি যত দুর জানি, ইসলামী ব্যাংক 'লোন' দেয় না 'বিনিয়োগ করে। অবশ্যই 'জামানত' নেয়। শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক পুরা শিল্প প্রতিষ্ঠানটাই রেজিস্ট্রাড মর্টগেজ করে নেয়। েব। তলভূত বলেছেন : বাড়ি/ফ্ল্যাট কেনার জন্য তাদের থেকে টাকা নিলে মর্টগেজ রেখে নিতে হয়।

আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এটা। আর গাড়ীর জন্য লোন করে অন্যকাজে সেটা খরচ করা যায় নাকি অন্য ব্যান্কগুলোর ক্ষেত্রে?!!সব ব্যান্কেই তো লোন শোধ না হওয়া পর্যন্ত গাড়ী ব্যান্কের নামেই থাকে। কিন্তু সেটার উপর আরো জানা প্রয়োজন মনে করে নতুন পোস্ট দিলাম। আগের পোস্টের লিংক: ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।