আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক প্রহরীকে

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

কি পাহড়া দাও প্রহরী তুমি আপামর রাত ভরে সাপ খোপ ব্যঙ ভুত সকল উপেক্ষা করে কর্কশ হুইসেলে কি গান গাও তুমি বস্তিওয়ালা জাগায়ে গৃহস্ত আঙ্গিনা রক্ষা কর মনের হ্যাজাক জ্বালায়ে হেরেম ছেড়েছ তারাদের সাথে বিপদ দিয়েছ তফাত দুচোখ তোমার নিরাপদ দিয়াশলাই জ্বলজ্বল করে সারা রাত তবুও চোর আসে প্রতি রাতে চুরি যায় তোমার ঘর তোমার চোখ হতে লুটে নেয় ঘুম তোমারই অগোচর ।। * রাত জাগা পৃথিবীর সকল ব্লগারদের উদ্দেশ্যে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।