আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তবের জন্য কিভাবে লেখা পাঠাবেন

oporbastab@gmail.com

অপরবাস্তবের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হবেন সেটা জানতে হলে আপনাকে অপরবাস্তব নিকটার পোস্টগুলোকে মনিটর করতে হবে। মূলত আপনারা যারা সামহোয়ারে ব্লগ লেখেন তাদের লেখাই এখানে প্রকাশিত হবে। বিভিন্ন ধরনের লেখক পাঠকের কথা মাথায় রেখে প্রবন্ধের সাথে সাথে এবারের বইটিতে যোগ করা হবে ছোট গল্প, কবিতা, রম্য রচনা, উপন্যাস ও ভ্রমণ কাহিনী। ২৩ শে সেপ্টেম্বর সামহোয়ারইনের ভারতীয় জনপ্রিয় ব্লগার "মনের কথা" নোটিশঃ সামহোয়ার ইন ব্লগ এবার নেট ছাড়িয়ে বইয়ের পাতায়, প্রকাশিত হতে চলেছে "অপরবাস্তব-২য় পর্ব" শীর্ষক একটা পোস্টের মাধ্যমে এ বিষয়গুলো আপনাদের জানিয়েছে। সেখানে নিয়মাবলী শীর্ষক কিছু পয়েন্টের কথা বলা হয়েছে, যেমন ১. ব্লগের যেকোন লেখক/লেখিকার জন্য অপরবাস্তব উন্মুক্ত।

২. বইয়ের লেখা বাছাই করা হবে আগামী ডিসেম্বর ২০০৭ পর্যন্ত করা পোস্ট সমূহের মধ্য থেকে। ৩. লেখার মান নির্ণয় করে পছন্দ করবে অপরবাস্তব টিম। ৪. অপরবাস্তব টিম লেখার বানান, বাক্য গঠনে পরিবর্তন করতে পারে (মূল বিষয় একই থাকবে) এবং প্রয়োজনে কোন কোন শব্দ, বাক্য, প্যারাগ্রাফ বাদ দিয়ে লেখা প্রকাশ করতে পারে। ৫. বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ লেখক নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। ৫. বইয়ের স্বত্ব অপরবাস্তব টিম কর্তৃক নির্ধারিত হবে।

এর পরে আমি "অপরবাস্তবের জন্য কিভাবে লেখা পাঠাবেন" শীর্ষক পোস্টটিতে সেই একই কথার পুনরাবৃত্বি করেছি, ব্যাখ্যা করেছি কাদের লেখা আমরা ছাপতে চাই। এখন জানার বিষয় কিভাবে আপনারা এই উদ্যোগটার সাথে সম্পৃক্ত হবেন। তার ফিজিক্যাল মুডটা কি হবে! আমাদের প্রথমত দরকার লেখা। দ্বিতীয়ত, তৃতীয়ত কথা ক্রমশ বলবো। যেহেতু প্রথমত দরকার লেখা, তখন স্বাভাবিক ভাবেই চাইবো আপনি আমাদেরকে লেখা পাঠিয়ে দিন।

কিভাবে পাঠাবেন তার কয়েকটা উপায় হতে পারেঃ ১. আপনি আমাদেরকে মেইল করে আপনার লেখার ওয়ার্ড ফাইল পাঠাতে পারেন। সেক্ষেত্রে মেইল এড্রেসটা পেয়ে যাবেন আমার লিংকসে। আরো চোখটা একটু উপরে উঠালেও পেয়ে যেতে পারেন ইংরেজীর অক্ষরের ইমেইল দেহখানি। ২. আপনি আপনার মনোনীত লেখাটা রিপোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বানানগুলো আবার একটু ভাল করে দেখে দিতে হবে।

এই সুযোগে আরো একটু পরিশীলিত করে নিতে পারেন। ৩. রিপোস্ট না করে আপনি আপনার মনোনীত পোস্টটিকে ফরোয়ার্ড করতে পারেন আমাদের ইমেইলে। আপনার পোস্টের টেক্সট যেখানে শেষ হলো তার নীচে ডান পাশে দুটো বাটন আছে, একটা শোকেসের জন্য আরেকটা "সেন্ড টু ইউর ফ্রেন্ড" নামে। এখানে চেপে আপনি আমাদের ইমেইল এড্রেসটা দিয়ে দিলেই হবে। ৪. আপনার মনোনীত পোস্টের লিংক অপরবাস্তব নিকের যেকোন একটা পোস্টে পাঠাতে পারেন।

৫. সম্পৃক্ত হবার নতুন আরেকটা আইডিয়া দিতে পারেন। বলতে পারেন এভাবে না করে সেভাবে করেন। কৌশিক আহমেদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.