আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ১৪

১৮ জানুয়ারি, ২০১৩: # ১। ভারতের এক বন্ধুর কাছে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তাদের ওখানে ইন্টারনেট বিল কত? বললো, 'ডোকোমো তে ৬৯ রুপি/মাস আর আইডিয়া তে ৪৭ রুপি/মাস, আনলিমিটেড'। আর আমাদের চালাতে হয় ৩৫০ টাকা/১ জিবি/মাস! থ্রি জি এসে লাভ কী হলো? ব্যক্তিগত ভাবে আমি ভূক্তভোগী। আমার মাসিক টকটাইম থেকে মাসিক ইন্টারনেট বিল ঢের বেশি যায়। ২।

ভারতীয় লেখকদের বই বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমী। আমি তাতে সমস্যা দেখি না। ভারতেও বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো চলে না। আর সুনীল-সমরেশ-শীর্ষেন্দুদের বই তো বইয়ের দোকানে পাওয়াই যাবে। বইমেলাতে স্বদেশী লেখক-সাহিত্যিকদের বই বেশি বিক্রির জন্যে এটা করা হলে আপত্তির খুব বেশি কিছু পাচ্ছি না।

তবে বইমেলাতে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ এর বই বিক্রিও নিষিদ্ধ করেছে বাংলা একাডেমী। রবীন্দ্রনাথ-নজরুলেরা কী ভারতের একার লেখক? যে জাতীয় সঙ্গীতটা বুকে ধারণ করি সেটা কি এক ভারতীয়র? ৩। তিনজন বন্ধুকে জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। তিনজনের কেউই এই মুহূর্তে আমার ফ্রেন্ড লিস্টে নেই। আমি নাকি ধর্ম বিরোধী পোষ্টে লাইক দেই তাতে তার ধর্মানুভূতিতে আঘাত লাগে, এজন্য একজন আমাকে ইনবক্স করে আনফ্রেন্ড করেছে।

একজনের জামায়াতী ভাবধারা আমার সহ্য হয়না বলে তার অবস্থা হয়েছে আমার ব্লক লিস্টে আর আরেকজন আমার এক সিনিয়র ভাইয়ের সাথে প্রেমে জড়ানোর জন্যে কিছু সমস্যা হওয়াতে আমিই ব্লক করেছিলাম। খুব ভালো বন্ধু হওয়াতে পরে ব্লক মুক্ত করি। ও এখন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। একটু বিনোদন আর দু'-চারটে শব্দ চর্চার জন্য ফেসবুকে আসি। সেখানে ঝামেলা ব্যাপারটা কাঁটার মত বিঁধে।

হ্যাপি ফেসবুকিং। ৪। অস্ট্রেলিয়া-শ্রীলংকা ম্যাচের অংশ বিশেষ দেখেছি। অস্ট্রেলিয়া মাত্র ৭৪ রানে অল-আউট হয়েছে। ৭৫ করতে শ্রীলংকার হারাতে হয়েছে ৬ উইকেট।

স্কোর কার্ড দেখলে মনে হবে সুইং-বাউন্সের কী অবিশ্বাস্য প্রদর্শনীই না হয়ে গেছে ব্রিসবেনে। ঘটনা তা না। বাউন্স ছিলো। বল স্কিড করেছে যথেষ্টই। কুলাসেকারা যথেষ্ট ইনসুইংও পেয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার ভূপাতিত হওয়ার মূল কারণ বাংলাদেশিদের মতই।

শর্ট সিলেকশন। আর শ্রীলংকার ৬ উইকেটের কারণ ব্যাখ্যার অতীত। শুধু শর্ট সিলেকশন বা খারাপ খেলা দিয়ে বিচার করা যাবে না। আজকালকার ক্রিকেটে যত খারাপ উইকেটই হোক না কেন ৭৫ রান কিছুই না। সুতরাং এর একমাত্র ব্যাখ্যা যেটা দাড় করাতে পারলাম তার নাম 'জুজু'।

৫। বিপিএল এর প্রথম ম্যাচের রেজাল্ট প্রত্যাশিতই ছিলো। গতকাল রাত পর্যন্ত খুলনা যেখানে ১১ জন প্লেয়ারই পায়নি, দলে একটা মাত্র সাধারণ মানের বিদেশী প্লেয়ার সেখানে এর থেকে আর বেশি কী আশা করা যায়? মোশাররফ রুবেল দারুণ বল করেছে। ফ্লাইট গুলো খুবই ভালো লেগেছে। আশরাফুলের সংক্ষিপ্ত ইনিংসগুলোও আজও ভালো লাগে।

প্রতিভার কী নিদারুণ অপচয়! আর আগেই অনেকবার লিখেছি আনামুলকে নিয়েই মেতে থাকবে নেক্সট জেনারেশন। কেন তা ও প্রতি ম্যাচেই দেখাচ্ছে। সিলেট-বরিশাল ম্যাচে সিলেট ক্লিনিকাল একটা ম্যাচ খেললো। পল স্টার্লিংকে আগে থেকে ভালো লাগে। সহযোগী একটা দেশের হয়ে খেলে বলে হাইলাইট হয়না।

এই বিপিএলে ওর আরও কিছু দারুণ ইনিংস দেখাটাই স্বাভাবিক হবে বলেই ধরে রেখেছি। ৬। গতকাল হলে ইলেক্ট্রিক কাজ হচ্ছিলো। রুমের জুনিয়র ছেলেটা বললো, 'ভাই, ড্রিল মেশিন দিয়ে একটা ছিদ্র করা দরকার। জামা-প্যান্ট রাখার হ্যাঙ্গারটা ছুটে গেছে।

গিয়ে ওদের বলতেছি, আসে না। ' বললাম, 'এর সমাধান হলো যেয়ে বলতে হবে; মামা, আসেন, খুশি করে দিবোনে। তাহলেই শুধু কাজ হবে'। ৭। আমার এক প্রিয়জনের মা সরকারী চাকরি শেষ করার পরেও গত কয়েক বছর ধরে পেনশন পায় না।

কিছু ঘুষ দিয়ার পরেও মাত্র ৮০% টাকা পেয়েছে। পুরোটা পায়নি। পাবে কিনা জানেও না। পেলেও বিশাল অংকের ঘুষ ঢালতে হবে নিশ্চিত। আগে শুনটাম টাকা ছাড়া চাকরি হয়না।

এখন দেখছি টাকা ছাড়া পেনশনও হয়না। একটা নষ্ট চক্রে আটকে গেছে সব সিস্টেম। মুক্তি নেই। মুক্তির মা মারা গেছে। ২০ জানুয়ারি, ২০১৩: # ১।

৫ জন করে বিদেশী খেলোয়াড় খেলানোর সিদ্ধান্তের ঘোর বিরোধী। আইপিএল, এসএলপিএল এ সর্বোচ্চ চারজন করে খেলানো যায়। বিগ ব্যাশে তো কোনো দলেই ৩ জনের বেশি বিদেশী খেলোয়াড় দেখেছি বলে মনে পড়ছে না। এই নিয়মে ৫ টা অলরাউন্ডার কিনে নিলেই তো দেশি খেলোয়াড়দের ফিল্ডিং করা ছাড়া আর কাজ থাকে না। আজ যেমন বরিশাল বার্নার্সের প্রথম ৫ ব্যাটসম্যানই ছিলো বিদেশী।

টুর্ণামেন্টের উদ্দেশ্য দেশি খেলোয়াড় বের করে আনা, বিদেশীদের নয়। ২। বিদেশী খেলোয়াড় খেলানো যাবে বলেই সামিউল্লাহ শেনওয়ারির মত অখ্যাত আফগানিস্তানের খেলোয়াড় খেলাতে হবে? কোটা পূরণ তো বাধ্যতামূলক না। এর থেকে তো বাংলাদেশ আন্ডার নাইন্টিনের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করে। খুলনা রয়েল বেঙ্গলস নিলামে টাকাই খরচ করেনি ধরতে গেলে।

জাতীয় দল বা বর্তমানে তার আশেপাশে থাকা শর্টার ফরম্যাটের একটা ক্রিকেটারকেও কেনেনি আর এখন নিয়ে আসছে বস্তা পঁচা কিছু আফগানিস্তানের প্লেয়ার। গতবারের সিলেট রয়্যালস হতে যাচ্ছে এবারের খুলনা রয়েল বেঙ্গলস, কোনো সন্দেহ নেই। সিলেট তবু ১/২ টা ম্যাচ জিতেছিলো, খুলনা ১ টাও জিততে পারবে বলে মনে হচ্ছে না! ৩। চিয়ার লিডার ধারণাটার আমার স্রেফ সহ্যই হয় না। ক্রিকেটের সাথে ব্রেক ড্যান্সের কী সম্পর্ক? সম্প্রতি অস্ট্রেলিয়ার ম্যাচ গুলোতে দেখলাম দুই বলের মধ্যকার বিরতিতে পুরানো কিছু অবিশ্বাস্য ফিল্ডিং, রান আউট, ক্যাচ, কিছু পুরানো চোখ ধাঁধানো চার-ছয়, কিছু দুর্দান্ত বোলিং ফ্ল্যাশ ব্যাক করছে।

খুব ভালো লেগেছে দেখে। চিয়ার লিডার ধারণা থেকে এসব ফ্ল্যাশ ব্যাক যথেষ্ট বিনোদনমূলক এবং যৌক্তিক। আমার ধারণা নাচ দেখতে আগ্রহী দর্শকেরা ক্রিকেট দেখতে টিভির সামনে বসে না! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.