আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য নয়, বিষয় খুঁজছি, খুঁজছি আবেগ

ফাহমিদা ওয়াদুদ চৈতী

এই বেঁচে থাকা, ব্যাস্ততা, কথা বলা, কথা না বলা, এসএমএস, ইগো, ক্যারিয়ার, থিসিস, প্রেজেন্টেশন, ল্যাব...কোন মানে নেই, কিচ্ছুর কোন মানে নেই। আজ মন খারাপ, আজ ভালো আছি...এই বিষয়গুলো কেমন মেসেন্জারের স্টেটাস মেসেজ হয়ে যাচ্ছে। যা এবং যা যা দেখে আমার ভ্রু কুচকে যায়, সেগুলো আসলে কত ছোটখাটো আমি জানিনা। আমি সত্যি জানিনা। সবকিছু কেমন তথ্যনির্ভর হয়ে যাচ্ছে।

একটাকিছুতে 'নিউজ ভ্যালু' না থাকলে সেটা আসলে 'কিছু হইল না। ' বৃষ্টি শুনলেই কত মিলিমিটার, জলাবদ্ধতা, ব্যাং এর প্রজননকাল, ব্যাং কমে যাচ্ছে, পরিবেশ বিপর্যয়...এ চলে যাচ্ছি। আকাশে তাকালেই আমার দৃষ্টি প্রখরতা চায়। আমি ওজোনস্তরের ছিদ্র খুঁজি। স্টুডেন্ট শুনলেই মনে হয় পাবলিক না প্রাইভেট? সিজিপিএ কত? নেতা দেখলেই মনে হয় ধান্দাবাজ।

পুলিশ দেখলে চোর। স্কুলে যাঁদের কাছে পড়েছি, তারাঁ বাদে অন্য শিক্ষকদের আমার কেমন ব্যবসায়ী-ব্যবসায়ী লাগে। ফকিরদের কখনোই সহ্য করতে পারতাম না, এখনও পারিনা। আঘাত সামলে নেই প্রতিঘাতে। আর কেউ আমাকে আগলে রাখতে চাইলে তাকে সন্দেহ করি।

আয়নায় আমি এক প্রতারিত প্রতারককে দেখি। আমার অবিশ্বস্ত জীবনকে তবুও আমি ভালোবাসতে চাই। জানি মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। তাই বিশ্বাস করি আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। আমি আরো একবার আস্থা রাখব, মানুষের ওপর।

যে মানুষ সভ্যতা নির্মাণ করেছে। যে মানুষ সততা আর শুভব্রত নিয়ে বাঁচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.