আমাদের কথা খুঁজে নিন

   

"ফরিদা তুই আমার গান আর গাইস নে"

আমি মো: আতিকুর রহমান

শাহ আব্দুল করিম । বাউল সম্রাট । কাউকে যখন কোনো উপাধি দেয়া হয়, তার কাজের মূল্যায়ন করেই দেয়া হয় । তিনি তার সৃষ্টি দিয়েই থাকবেন বাঙালির হৃদয়ে । তাই কোথাকার কোন ফরিদা পারবিন তাকে নিয়ে কি বলল তাতে আমাদের কিছুই যায় আসেনা! এরকম দু'চারটা ফরিদা পারবিন আব্দুল করিমের গান গাওয়ার জন্য মুখিয়ে থাকে, গাইতে পারলে নিজেকে ধন্য মনে করে ।

লালন, করিমের গান গেয়েই আজ তারা স্টার । লালন, করিম ছিলেন বলেই আজ ফরিদার মতো মহিলাদের লোকে চিনে । তা না হলে রাস্তার কোন ধারে পরে থাকত কেউ জানতই না । আজ বাউল সম্রাটের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই । স্নরণ করি তার আধ্যাত্নিক গানগুলোকে ।

বুঝার চেষ্টা করি তার ফিলোসফি । পরিশেষে কবি, গীতিকার, অভিনেতা মারজুক রাসেলের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আজ যদি লালন বেচে থাকতেন তাইলে বলতেন, ফরিদা তুই আমার গান আর গাইস নে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.