আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ ভাঙার আওয়াজ, ঐ শোনা যায় আওয়াজ বাঁধা ভাঙার

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ভাগ্যের হাতে ছাড়িনি ভাল শুকিয়ে মরতে জন্মিনি ভবে মুছে দিতে চাই সকল আকাল। প্রেম ক্ষরা মানবতার দংশনি জ্বরা, ভুক্ষার অনল জ্বালায় ঢালতে অন্ন পাথার, জন্মান্তরের স্বর্গ গড়ায় হয়েছি কাতার। ভাগ্য দেবীর রাখি-তাগা দিয়েছি খুলে অতীত ব্যর্থতার পাঠ গিয়েছি ভুলে উঠছে দুলে রক্তের ভেতর পূর্বপুরুষ এদিকে গোপন আততায়ী নিশপিশ মাথার চুলে ভেঙে ফেলব, ফেলব মুছে সব যাতনা, রাতকে করব মাতাল, মুছে দিব সব আকাল। হাটা ফকিরের হাতে ঢালিনি টাকা পীরের তাবিজে জুড়িনি চাকা তির্য নয়নে ঝড় উঠেছে ধনুক বাঁকা ফসল তুলতে কেটেছি-বেধেছি চাতাল পণ করেছি মুছব আকাল। দংশনে মরতে ফুড়িনি মাটি সকল ভেজালে চালাব রোকন বাটি ভাঙব তালা খুলব বন্দি গড়ব সুখের নতুন সন্ধি উপড়ে দিব রাঘব দাতাল আজ হয়েছি কাল্লু মাতাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।