আমাদের কথা খুঁজে নিন

   

হ্যান্ডসেট বিস্ফোরণে বুয়েটছাত্রী আহত

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রী সারিয়া সামিয়া সাজেদ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
সামিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার হাতে থাকা অব্স্থায় সিম্ফোনি এক্সপ্লোরার ডব্লিউ-৬০ মডেলের সেটটি হঠাৎ করেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেট ফেটে গিয়ে ব্যাটারি দিয়ে আগুনের ফুলকির মতো বের হতে থাকে।
বিস্ফোরণে হাতে জখম হলেও বর্তমানে ওই ছাত্রী সুস্থ আছেন।

সামিরা জানান, বিস্ফোরিত হওয়ার আগে সকালে পরীক্ষা থাকায় টানা তিন ঘণ্টা ফোনটি বন্ধ ছিল। পরীক্ষা শেষে ফোনটি অন করে হাতে নেয়ার কিছুক্ষণের মধ্যে তা বিস্ফোরিত হয়।
ঈদের কিছুদিন পর হ্যান্ডসেটটি কিনেছিলেন বলেও জানান তিনি।
এর আগে জুলাই মাসে হংকংয়ে স্যামসাং কোম্পানির ‘গ্যালাক্সি এসফোর’ মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এতে এক দম্পতি অল্পের জন্য রক্ষা পেলেও বিস্ফোরণে তাদের পুরো ঘর পুড়ে যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.