আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান পরিস্থিতির মোক্ষম গান

কথা : তপন সিংহ চলচ্চিত্র : আজব গাঁয়ের আজব কথা আকাশে বাতাসে কত সুর ভেসে যায় কোন উদাসী কথা বুনে গানে ভাসায় গো | এ জগতে বাঁচতে যদি চাও---- চুরি করো, পকেট মারো ঘুষ খাও, মিথ্যা বলো ভাল জালিয়াত করে সব ভাগ করে দাও গো | এ জগতে বাঁচতে যদি চাও---- এ পথে কি হয়রে সমাধান ? অনাচারে অনাচার বাড়ে হিংসাতে হিংসা বাড়ে কোন উদাসী লিখে যায়রে পাপের কথার হোক অবসান | এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি আহা মন্ত্রির হস্ত করে সমস্ত প্রজাদের ধন চুরি দাদা প্রজাদের ধন চুরি | হেথা পেটে ভাত নাই হায় কপালে সিঁদুর গো ! হেথা কোটালমশাই বস্তা ধরে মন্ত্রিমশাই চুরি করে মানুষে মানুষে লড়াই করে ছেলে মেয়ে ধুলোয় পড়ে মন্ত্রিমশাই লাঠি ধরে রাজত্ব চালায় গো | এ পথে কি হয় রে সমাধান ? এমনতর জগৎ রে ভাই তুলনা কোথায় ? এখন সকাল-সাঁঝে আকাশমাঝে তারার উদয়, তারার উদয় | হেথা ঢেউয়ের সাথে বাতাস করে কত কানাকানিরে, কত কানাকানি ! আর বকুলের মুকুলের কথা কেউ কখনও জানিরে, কেউ কখনও জানি ? এ ভুবনের কত কথা আজ অজানা থেকে যায়রে, অজানা থেকে যায় | অডিও ভিডিও  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.