আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে নাগরিক সাংবাদিকতায় নতুন সাইট

mojnu@noakhaliweb.com.bd

দেশের নতুন অনলাইনভিত্তিক নিউজ ওয়েবসাইট দ্য এডিটর ডট নেট চালু হয়েছে। এই ওয়েবসাইটে নিয়মিত ও সাধারণ খবর ছাড়াও থাকছে তাৎক্ষণিক শীর্ষ সংবাদ। পিপলস নিউজ ক্যারিয়ার শ্লোগানে সম্প্রতি এই নতুন সংবাদভিত্তিক ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে, মূলত কমিউনিটি জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যই এই ওয়েবসাইটের অন্যতম উদ্দেশ্য। দেশের যে কেউ যেকোনো সময় এই ওয়েবসাইটে তথ্য সরবরাহ করতে পারবেন।

এতে কমিউনিটি জার্নালিস্ট হিসেবে আপনিও সেলফোনের মাধ্যমে সংবাদ ও তথ্যচিত্র পাঠাতে পারবেন। এজন্য তাদের পেশাদার সাংবাদিক বা সংবাদ সম্পর্কে জ্ঞানের প্রয়োজন নেই। চাকরি প্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত সাইটটিতে সংযুক্ত করলে নির্দিষ্ট ক্যাটাগরির কোনো চাকরির খোঁজ নিতে পারবেন। এ ছাড়াও এসব তথ্য ইন্টারনেটসহ জাতীয় বা স্থানীয় খবরের কাগজে ছাপা হতে পারে। বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই সংবাদ সরবরাহ করা হবে।

এ সাইটে প্রতিদিন রাজনীতি ও জনপ্রশাসন, কৃষি, বাণিজ্য, আইন ও অপরাধ, উন্নয়ন, শিক্ষা ও সাহিত্য, অর্থনীতি, বিনোদন, স্বাস্থ্য, আন্তর্জাতিক, বিদ্যুৎ ও জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা ও আবহাওয়া সংক্রান্ত আলাদা আলাদা বিভাগে সংবাদ পরিবেশন করা হচ্ছে। এ ছাড়া শিশু-কিশোর, নারী, চাকরির খবর, সাম্প্রতিক বাজারদর, বিজ্ঞাপন ও টেন্ডারবিষয়ক কয়েকটি পোর্টালের পাশাপাশি এ সাইটে প্রতিদিনের টেন্ডার সংবাদ পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা -www.the-editor.net

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।