আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ১৩

১৭ জানুয়ারি, ২০১৩: # গতকালের মত আজও দুই হালি স্ট্যাটাস দিয়ে খিঁচুড়ি রাঁধলাম। কী করি, রাতে ফেসবুকে বসলেই এত কিছু যে মাথায় ঘুরঘুর করে! ১। শৈত প্রবাহ বন্ধ হয়ে গেছে কিন্তু ব্লগ-ফেসবুকে অনেকদিন হলো শীতল যুদ্ধ চলেই যাচ্ছে। পরিধিটা বরং বাড়ছেই। আগে দু'-চারজন প্রভাবশালী ব্লগার-ফেসবুকারের মাঝে ঝগড়াটা সীমাবদ্ধ ছিলো।

এখন সেগুলো ছড়িয়ে গেছে মাঠ পর্যায়ে। গ্রুপ, উপগ্রুপ, উপউপগ্রুপ করতে করতে কোথায় যে যাচ্ছে মাঝে মাঝে সেটাই মনে থাকে না। এই নষ্ট চক্রটা আর বন্ধ হবে না জানি, বন্ধ হবারও নয়। তবু ভাবি একদিন আবারও.… ২। খাওয়ার সময় বিটিভি চলছিলো।

উপস্থাপিকা বললো, "আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান 'অন্তরে অন্তরে' তে স্বাগতম"। সবার প্রিয়? আরে আমি তো এর আগে কোনোদিন দেখিই নাই। প্রতি সপ্তাহে এরকম কত অনুষ্ঠান যে একটা ডাহা মিথ্যা দিয়ে শুরু হয় তাই ভাবছি! ৩। ৫ বছরের বছরের বাচ্চাও ধর্ষণ হয়! গলিত লাশ-গ্যাংরিণ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ, ক্যান্সারের সাথে নিত্য বসবাস। ওসব সহ্য করতে পারলেও মানুষের এই পশুত্ব সহ্য করার ক্ষমতা নিয়ে সৃষ্টি হইনি আমি।

আমি মনে করি ধর্ষণ ব্যাপারটাতে পারিবারিক শিক্ষার ভূমিকা সর্বোচ্চ। আমার সামনে ক্লিওপেট্রাকে নগ্ন করে রেখে দিলেও আমি ছুঁয়েও দেখবো না। কারণ আমার পরিবার বা আমার পরিবেশ আমাকে তা শেখায়নি। ৪। গতকাল আদালত ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের বাদ দিতে ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে।

দু'-এক দিনের মাঝে রাজাকার কাদের মোল্লার বিচারের রায়। শুধু মারামারি-খুন-ধর্ষণ না, মাঝে মাঝে এমন কিছু খবর থাকে যে মন ভালো হতে বাধ্য। ৫। এমপিও অন্তর্ভুক্তির দাবীতে আন্দোলন করা শিক্ষকদের উপর 'পিপার স্প্রে' ছিটানো হয়েছে! ওবাক হওয়ার সেনসেশন গুলো নষ্ট হয়ে গেছে। আগামীকাল পুলিশ চাইলে শিক্ষকদের গায়ে মুতেও দিতে পারে।

ওবাক হবো না। 'অদ্ভুত উঠের পিঠে চলা স্বদেশ' এ সবই সম্ভব। ৬। বিপিএলের উদ্বোধন দেখবো না লিখেছিলাম। দেখিনি।

কেমন হয়েছে তাও জানতে চাই না। তবে খেলা দেখবো যতগুলো পারি। ঘরোয়া লীগ তো আর টিভিতে দেখায় না তাই প্লেয়ারদের সম্পর্কে মিনিমাম ধারণা রাখার জন্যে হলেও সব ক্রিকেটপ্রেমীর বিপিএল দেখা উচিত। ৭। নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ছিলো।

লাইব্রেরিতে যাওয়ার সময় দেখলাম কেউ কেউ দাড়িয়ে আছে, চা খাচ্ছে। উদ্দেশ্য একটাই। না লিখলেও চলে। এসব থেকে দূরে থাকি। এসব ঝামেলা বেশ কয়েক বছর আগেই সমাধা করে ফেলেছি।

৮। গতকালের স্ট্যাটাসে @[1566577008:Anup] এর লীলাখেলা ফাঁস করে দেওয়ার পর অনুপ ইনবক্সে প্রথম যে কথাটা লিখেছে তা হলো, 'ওই হারামজাদা'! আরে এরকম একটা 'হালাল' কাজের পর কেউ হারামজাদা বলে? আজ @[100000824406564:Amit] সম্পর্কে একটা ইনফো দেই। জানামতে প্রতি মঙ্গলবার অমিতের ডেটিং থাকে। পার্ক, রেস্টুরেন্ট সবখানেই যায়। এমনকি ওর প্রেমিকা আইসক্রিম খুব পছন্দ করে বলে আইসক্রিম পার্লারেও যায়।

আইসক্রিম খেলে ওর টনসিলাইটিস হতো। কিন্তু প্রেমিকার সাথে আইসক্রিম খাওয়া তো আর বাদ দেওয়া যায় না তাই টনসিল দুটো কেটে ফেলে দিয়েছে পর্যন্ত। সে যাই হোক, যা লিখছিলাম, মঙ্গলবার ডেটিং করে ও কোনো একটা অদ্ভুত কারণে কোনো বুধবারই ক্লাসে আসে না। বৃহস্পতিবার থেকে আবার আসা শুরু করে। এটা একটা রহস্য।

সব রহস্যের উত্তর জানতে নেই, তাছাড়া বেচারা লজ্জা পেতে পারে ভেবে এটা আর ওকে জিজ্ঞাসাও করি না। ১৯ জানুয়ারি, ২০১৩: # ১। ঢাকা গ্লাডিয়েটরস আর চিটাগাং কিংস্ִ বেধে দেওয়া ১.২ মিলিয়নের প্রায় পুরোটাই প্লেয়ার কেনায় খরচ করেছে অন্যদিকে বাকি দলগুলোর বেশিরভাগ অর্ধেকও খরচ করেনি। খুলনা আর রংপুর তো মোট টাকার পাঁচ ভাগের একভাগও খরচ করেনি। দেশের সব সেরা প্লেয়ারেরা চলে গেছে ঢাকা আর চট্টগ্রামে।

ভালো বিদেশীরাও। অন্য দলগুলোর সাথে বিপুল পার্থক্য সৃষ্টি হয়ে গেছে এখানেই। তার ফল ইতিমধ্যেই প্রকট ভাবে চোখে পড়ছে। শুধু এ কারণেই, রিপিট এগেইন, শুধু এই একটা কারণেই এবারের বিপিএল জমবে না বলে মনে করি। কারণ সামান্য ক্রিকেট বিদ্যা থাকলে বুঝতে অসুবিধা হওয়ার কথা না ঢাকা-চট্টগ্রামের সাথে বাকি দলগুলোর অবস্থানের মাঝে কাগজে-কলমে মাইল খানেক ফাঁরাক।

কমিটি প্লেয়ারের দাম যেমন নির্দিষ্ট করে দিয়েছে তেমনি ফ্যাঞ্জাইজি গুলোকে একটা মিনিমাম বাজেট, যেটা অবশ্যই খরচ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া উচিত ছিলো। পরবর্তীতেও যদি এটা না করে তাহলে ফলাফল এমনই আসতে থাকবে। প্রতিদ্বন্দ্বিতা নেই মূল খেলায় গুলোতেই। পুরোপুরি হতাশ। ২।

আরাফাত সানি সম্পর্কে গতবার বেশ লিখেছি। জাতীয় দলে না থাকাদের মাঝে ওকে আমার সবচেয়ে প্রমিজিং মনে হয়। টার্ণ কম, ফ্ল্যাইটও কম কিন্তু লাইন-লেংথ দুর্দান্ত। একটু জোরের উপর বল ডেলিভারি করে। আর্মার গুলো রফিকের কথা মনে করাতে বাধ্য।

লংগার ভার্সনে ঠিক মানানসই না, তবে আমাকে রাজ্জাক-সোহাগের পর তৃতীয় স্পিনার বাঁছতে বললে শর্টার ফরম্যাটে ওকেই রাখতাম। যত দ্রুত সম্ভব ওকে জাতীয় দলে দেখতে চাইবো। # সাকিব, রাজ্জাক, ইলিয়াস সানি, আরাফাত সানি, সাকলাইন সজীব, মোশারফ রুবেল, সোহরাওয়ার্দি শুভ, এনামুল হক জুনিয়র, সানজামুল, নাবিল সামাদ, ব্লা ব্লা ব্লা। এই লিস্ট শেষ হবার নয়। বাংলাদেশ স্রেফ মানসম্পন্ন বাহাতি স্পিনারের খনি।

একদিন দেশের খনিজ গ্যাস-কয়লা শেষ হয়ে যাবে তবু বাহাতি অর্থোডক্স স্পিনারে টান পড়বে না বলেই মনে হয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.