আমাদের কথা খুঁজে নিন

   

যেসব পুরুষদের এড়িয়ে চলবেন-



ইনি মিস্টার রাইট --------------------- এইসব পুরুষরা নিজেদেরকে সব সময় সঠিক ও সবার চেয়ে সেরা মনে করে। সর্ব ব্যাপারে নিজেকে জাহির করাটা এদের অসুখ। নিজেকে বড় দেখানোর চেষ্টায় অন্যকে ছোট করতে একটু ও ভাবে না। নিজে যে এই কারণে অন্যদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে সেটা ওরা থোড়াই কেয়ার করে! ওদের ঠিক করা ব্যাসম্ভব একটা ব্যাপার! ইনি নিজের দুনিয়ার মিস্টার রাইট। কোন বিষয়ে উনি কখনোই ভুল হতে পারেন না! তাই আজীবন যদি ডমিনেটেড হয়ে কাটাতে না চান...এদের থেকে দূরে থাকুন।

আপনি যার ধ্যান জ্ঞান -------------------------- ধাক্কা লাগলো না? আপনি একজনের ধ্যানে জ্ঞানে...এরকম কাউকে এড়াবেন কেনো? প্রথম প্রথম খুব ভালো লাগবে...একটা মানুষ আপনাকে এতো ভালোবাসে তার দুনিয়ায় আপনি ছাড়া কেউ নাই... আপনি অনেক গর্বিত ও আনন্দিত থাকবেন। টের পাবেন যখন দেখবেন আপনার নিজস্ব স্পেস বলতে কিছু নেই আর! প্রতিটা জায়গায় সে হাজির! একটু পর পর আপনার আপডেট না পেলে তার স্বস্তি নেই। পারলে আপনার ঘুমের মধ্যে স্বপ্নে ও সে হানা দিতে চায়। অনেক কেয়ারিং...কিন্তু এই অতিরিক্ত কেয়ারিং ভাবের জন্য তাকেই আপনার অসহ্য লাগতে থাকবে। প্রেমের টাইমে যদি টের পান আপনি লাকী...সরে আসুন, এদের বিয়ে করে পস্তাবেন না।

মায়ের খোকা --------------- এরা মায়ের খোকা বয়সে মানসিকভাবে আটকে থাকে। মা কী খাওয়াতো, কী রান্না কীভাবে করতো, মা কত বিচক্ষণ সব আপনাকে শোনাতে থাকবে। এবং বলা বাহুল্য, মায়ের সাথে আপনাকে সব সময় তুলনা করবে এবং আপনি এতে বরাবরই হারু পার্টি। আপনি যত যত্নে চেষ্টা করুন না কেন...মায়ের প্রতি এদের মুগ্ধতার কাছে আপনার চেষ্টা বড়ই ম্যেড়ম্যেড়ে। মার জন্য সন্তানের শ্রদ্ধা-র যুক্তিটা আপনি মানেন কিন্তু খোকা টাইপ মানুষগুলো হয় আপনার শাশুড়ির জন্য চরম অশ্রদ্ধা জাগিয়ে তুলবে অথবা আপনার নিজের প্রতি ঘৃণা বাড়াবে।

এদের এড়িয়ে চলুন। ইনি প্যারানয়েড ----------------- প্যারানয়েড মানুষ আপনার জীবনটা বিষিয়ে তুলবে। আপনার প্রতিটি কাজের ব্যাখ্যা দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এদের অবিশ্বাসটা দূর করতে পারবেন না। কোথায় ছিলে? কার সাথে কথা বললে? ও কে? ওর দিকে কেনো তাকালে? এভাবে হাসলে কেনো? ফোন বিজি কেন? কার সাথে এতো কথা? ইত্যাকার প্রশ্নে আপনার জীবন ঝালাপালা হয়ে যাবে। প্রেমের সময় এই প্রশ্নগুলোকে হয়তো ভাববেন আপনার জন্য ভালোবাসা, কিন্তু এই প্রশ্নগুলো শুনলে একটু সাবধান হোন।

এইগুলো ভালোবাসার প্রকাশ নয়, ইন্সিকিউরিটির প্রকাশ। আপনি সৎ থাকার পর ও বারবার যদি এধরনের সন্দেহমূলক প্রশ্নের মুখোমুখি হন... ভাবুন এই মানুষটার সাথে আপনি কী আসলেই জীবন কাটাতে চান? বিয়ে নয় এদের থেকে ১০০ হাত দুরত্বে থাকুন। এড়িয়ে চলুন যিনি দায়িত্বহীন ------------------------------- এরা কথা দিয়ে কথা রাখে না, আপনাকে হয়তো বললো ১০টায় দেখা করবে অথচ বন্ধুর সাথে আড্ডা বা ফেসবুকিং করতে করতে ভুলেই গেলো সেকথা। আপনি অপেক্ষা করে আছেন। ফোনে ও পাচ্ছেন না।

নিজ থেকে ওরা ফোন করে আপনাকে জানাবে এটুকু কান্ডজ্ঞান ও এদের নেই। এরা চরম দায়িত্বহীন মানুষ। অন্যদের দায়িত্ব পরের কথা, নিজের দায়িত্ব ও এরা নিজেরা নিতে জানে না। নিজের পড়াশুনা, কাজ, সময় কোনকিছুতেই এরা কেয়ারফুল নয়। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ববোধ অনেক গুরুত্বপূর্ণ... অবহেলা বা উন্নাসিকতার কষ্ট পেতে না চাইলে দায়িত্বহীনদের এড়িয়ে চলুন।

মিনমিনে মিনসে ----------------- এরা খুবই বিরক্তিকর। মিনমিন করে কথা বলবে। স্পষ্ট করে নিজের কথা বলতে জানে না কিন্তু ঘ্যানঘ্যান করে আপনার মেজাজ খারাপ করে দেবে। আপনি যদি একটু আত্মবিশ্বাসী হন এদেরকে খুব সহজে উঠবস করাতে পারবেন, মানে এরা আপনার কর্তৃত্ব বিনা প্রশ্নে মেনে নেবে। কিন্তু খুব সম্ভব শ্রদ্ধাবোধ এদের কারো জন্য আপনি করবেন না।

তো আপনি যদি সমান শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক চান মিনমিনে স্বভাবের পুরুষ আপনার জন্য নয়। বদমেজাজী ----------- বদমেজাজী মানুষদের নিয়ে একটা কথা প্রচলিত যে, এদের মন ভালো হয়। এখন বদমেজাজী একজন যখন অনেকের সামনে আপনাকে অসম্মান করলো, রাগ দেখালো...সে মনে মনে আপনাকে কত ভালোবাসে তা দিয়ে কী আপনার কষ্টটা কমানো যাবে? সারাজীবন যদি ফিচফিচ করে কাঁদতে না চান বদমেজাজী মানুষকে লাইফ পার্টনার করবেন না। এই লিখাটা “যেসব মেয়েদের এড়িয়ে চলবেন” —এর জবাবে লিখা। সব মানুষ আলাদা আবার কোন কোন জায়গায় আমরা সবাই এক।

উপরের ক্যাটাগরি আমার নিজের ভাবনা থেকে করা। তালিকা আরো বড় হতে পারতো, আবার যারা তালিকায় আছে তার মধ্যে কেউই এক্কেবারে ভালো না তা না। মানুষ হিসেবে আমরা কেউই পারফেক্ট নই, হওয়া সম্ভব ও নয় হয়তো কিন্তু নিজেদের ত্রুটিকর আচরণের সংশোধনের চেষ্টা আমরা নিশ্চয়ই করতে পারি। লেখাটা খুব সিরিয়াসলি নেবার দরকার নেই। ধন্যবাদ।

সৌজন্যে - ফেসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.