আমাদের কথা খুঁজে নিন

   

নাজিরসাইল কেজি ৩৮ টাকা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

বাসার বাজার-সদাই আমাকেই করতে হয়। ডাল, তেল, লবন, চিনি, সাবান, ব্যাটারি ..... হরের রকম আইটেম লেখা ফর্দটা নিয়ে এ মাসের বাজার করার জন্য দোকানে গেলাম। দোকানীর সাথে আমার ভালো খাতির।

আমি শুধু আইটেম গুলোর নাম আর দাম রশিদে লিখিয়ে মোট টাকাটা পেমেন্ট করে চলে আসবো। দোকানদার তার লোক দিয়ে মালামাল বাসায় পাঠিয়ে দিবে। সব জিনিস পত্রের দামই আগের মাসের থেকে বেশী মনে হল। শুধু চিনির দামটাই (কেজি ৩০ টাকা) আমার কাছে কম মনে হয়েছে। মুশুর ডাল, বুটের ডাল কেজি ৮০ টাকা।

ছোলা কিনলাম ৬৫ টাকা কেজি আর খেসারি ডাল ৩৫ টাকা কেজি। এ মাসে চাল কেনার প্রয়োজন নাই, তবুও নাজিরসাইল চালের দাম জিজ্ঞাস করলাম। দাম শুনেতো আমার মাথায় হার্ট ফেল ! ভুল শুনলাম না তো ? আবার জিজ্ঞাস করলাম। না ঠিকই শুনেছি ৩৮ টাকা কেজি !! আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করলাম যে এই মাসে আমার চাল কিনতে হবে না। স্মৃতি ঃ ০৫ সেপ্টেম্বর ২০০৭ইং, বুধবার, রাত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.