আমাদের কথা খুঁজে নিন

   

বেফাস কথায় মেতেছেন নাসিরউদ্দিন

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহ মুভির ভালো-খারাপের নতুন সংজ্ঞা দিয়েছেন। তার মতে, যে মুভি প্রডিউসারের লগ্নিকৃত টাকা ফেরত দিতে পারে না সে মুভি ভালো হলেও খারাপ! নাসিরউদ্দিনের এমন কথায় অনেকেই খেপেছেন। তারা বলছেন- সত্যজিত রায়, ঋত্বিক ঘটক, শ্যাম বেনেগালের কিছু অসাধারণ মুভিও বক্স অফিস মাতাতে পারেনি। তাই বলে কি সেই মুভিগুলো খারাপ? নাসিরউদ্দিন শাহ আরো একটি বেফাস কথা বলেছেন - তথাকথিত প্রতিষ্ঠিত আর্টফিল্ম মেকারদের ওপর তার নাকি আস্থা নেই! কিন্তু সমালোচকরা তাকে মনে করিয়ে দিতে ভুল করেননি, শ্যাম বেনেগাল, কুন্দন শাহ, গোবিন্দ নেহালনী, কেতন মেহতার মতো আর্টফিল্ম মেকারদের মুভিতে অভিনয় দিয়েই তার আবির্ভাব, প্রতিষ্ঠা, পুরস্কারপ্রাপ্তি, আন্তর্জাতিক স্বীকৃতি। আসল ব্যাপার হলো খ্যাতির শীর্ষে পৌছে ধরাকে সরা জ্ঞান করা সেলেব্রেটিদের রেওয়াজ হয়ে দাড়িয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।