আমাদের কথা খুঁজে নিন

   

সিএসবি বন্ধ: বিষয়টা মঙ্গলজনক লক্ষন নয় (বাঁচাওওও)

বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

কাজটা ভালো হলো না। এভাবে মিডিয়া'র উপর প্রেশার তৈরি করে ভালো কিছু করা সম্ভব নয়। অপরাধ করে থাকলে তার শাস্তি অন্যভাবে দেয়া যেতো। চ্যানেল বন্ধ করে কয়েকশো সাংবাদিক, কলা কুশলী'র জীবন অনিশ্য়তায় ফেলাটা বোধহয় মঙ্গলজনক হলো না। বিশেষ করে সিএসবি'র ইয়াং রিপোর্টারদের উপর বিষয়টি অনেক নেগেটিভ ইমপেক্ট ফেলবে বলে আমার মনে হয়। এতই যদি তারা পারে, তাহলে বিবিসি রেডিও বন্ধ করে না কেন? নাকি দেশী মিডিয়াগুলোকে দাবিয়ে রেখে বিদেশীদের প্রমোট করার কৌশল এটি? সিএসবি'র সাংবাদিক ভাইদের প্রতি সমবেদনা রইল। চ্যানেলটাকে মিস করবো। আল্লাহ আপনাদের সহায় হোন ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।