আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লিতে রেকর্ড সংখ্যক ধর্ষণ মামলা

ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০১২ সালের ৩১ অগাস্ট পর্যন্ত ৪৬৮টি মামলা হয়েছিলো। এছাড়া ২০১১ সালে ৫৭২টি এবং ২০১০ সালে ৫০৭টি মামলা হয় বলে এনডিটিভি জানিয়েছে। অবশ্য ধর্ষণের মামলা হওয়ার বিষয়টিকে দিল্লি পুলিশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এর অর্থ এখন বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হচ্ছে। গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ও ধর্ষিত ছাত্রীর মৃত্যুর পর থেকে ভারতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

ওই ঘটনার প্রায় নয় মাস পর ১০ অগাস্ট আদালত আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে। শুক্রবার তাদের সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “আজকাল অভিযোগ বিস্তারিতভাবে রেকর্ড করা হয় এবং কোনো রকম আপত্তি না তুলে শুধুমাত্র নারীদের অভিযোগের ওপর ভিত্তি করেই এফআইআর নথিভুক্ত করা হয়। এই কারণে মামলার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। কিন্তু আমরা এটাতে মোটেও হতাশ হচ্ছি না।

“ নারীর বিরুদ্ধে সহিংসতার যে সব অভিযোগ দিল্লি পুলিশ পেয়েছে তার মধ্য শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে অভিযোগ করার এক সপ্তাহের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। “নারীদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ নথিভুক্ত করার জন্য আমরা বিশেষ নারী সেলের ব্যবস্থা করেছি। কিন্তু সবকিছুর ওপরে আমাদের সামাজিক সচেতনতা প্রয়োজন। “ “তদন্তে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পরিচিত মানুষের দ্বারাই নারীরা হামলার শিকার হয়েছেন। যা ভুক্তভোগী নারীদের জন্য মামলা করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

তাই যদি ধর্ষণের মামলার পরিমাণ বৃদ্ধি পায় তবে এর অর্থ আমাদের প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে। “

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.