আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের গণবিয়ে হবে দিল্লিতে ....

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৩০ আগষ্ট কুকুরের গণবিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশু অধিকার কর্মীদের উদ্যোগে ভারতে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে শতাধিক কুকুরের মালিক ইতিমধ্যে রেজিষ্ট্রেশনও করেছেন। অনুষ্ঠান থেকে মালিকরা তাদের পোষা কুকুরের কাঙ্ক্ষিত সঙ্গী খুজেঁ পাবেন বলে উদ্যোক্তাদের প্রত্যাশা। এছাড়া এখান থেকে কুকুরপ্রেমীরা তাদের কুকুরদের পরবর্তী সময়ে মিলিত হওয়ার সুযোগ করে দিতে দিনক্ষণও নির্ধারণ করতে পারবেন। দিল্লির আনসাল প্লাজার অ্যামফিথিয়েটারে এ বিয়ে অনুষ্ঠানে ৫০০ কুকুর অংশ নিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে।

জমকালো এ অনুষ্ঠানে কুকুররা তাদের সঙ্গী খুজেঁ পাবে এবং তাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে । এছাড়া কুকুররা যাতে তাদের সঙ্গীদের সঙ্গে পরে আবারো সাক্ষাৎ করতে পারে সেজন্য মালিকরা ব্যবস্থা নেবেন এবং সময়ক্ষণ নির্ধারণ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবেন। ব্যবসায়ী ভিকে গুপ্ত বলেন, তার কুকুরকে একটি সামাজিক জীবন দিতে তিনি দীর্ঘদিন ধরে একটা উপায় খুঁজছিলেন। তিনি বলেন, তার এক বন্ধুর মাধ্যমে কুকুরের গণবিয়ে এ খবরটি জানতে পারেন। তিনি মনে করেন, তার কুকুরটি এতে করে তার সঠিক সঙ্গী খুঁজে পাবে।

আনসাল প্লাজার অতিরিক্ত জেনারেল ম্যানেজার অভিজিৎ দাস বলেন, কোনো চমক দেখাতে বা কোনো রেকর্ড ভাঙতে তারা এ বিয়ের আয়োজন করছেন না। তিনি বলেন, প্লাজায় পশুবান্ধব পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে তারা সামাজিক দায়িত্ববোধ থেকেই এটা করেছেন । সূত্র : দৈনিক যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।