আমাদের কথা খুঁজে নিন

   

‘সস্তা’ আইফোনও দামি

এ সম্পর্কে লিইউ ডংগাই নামের ২৫ বছর বয়সী চীনের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, “আমার ধারণা ছিল ৫এস-এর দাম হবে তিন হাজার ইউয়ানের মধ্যে। কিন্তু চার হাজার ইউয়ান একটু বেশি দামই বটে।”
ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে নতুন দুটি স্মার্টফোন অবমুক্ত করার এক ঘণ্টা পর চীনেও ফোনদুটির উদ্বোধনী অনুষ্ঠান করে অ্যাপল।
বর্তমান বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীন। চীনের বাজার ধরতে অ্যাপলের বাজার পরিকল্পনা থাকলেও চীনের বাজারে এখনও আইফোন অনেক দামি। যুক্তরাষ্ট্রে আইফোন ৫সির দাম ৫৪৯ ডলার হলেও চীনে একই স্মার্টফোন কিনতে হবে ৭৩০ ডলারে।
এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাংহাইভিত্তিক বাজার বিশ্লেষক স্যান্ডি সেন জানান, অ্যাপল কমদামের স্মার্টফোন বাজারে আনার কথা বললেও চীনে এটা মধ্যম দামের স্মার্টফোন। প্রতিযোগিতামূলক বাজারে উচ্চমূল্যের কারণে অনেকেই আইফোন কিনতে পারবে না বলেও জানিয়েছেন সেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।