আমাদের কথা খুঁজে নিন

   

মনের বাঁধন

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মনের বাঁধন অমন করে যাবেই যদি ফেরার কথা আর ভেবোনা; মুছবে যদি টুকরো স্মৃতি আমার ছবি আর রেখোনা। সিঁথির সিঁদুর জ্বলবে তোমার সূর্য আমি নাইবা হলাম, ভেবোনা আর জোছনারাতে কবে তোমার ছোঁয়া নিলাম। মনের বাঁধন আলগা করে বাঁধলে আঁচল সাত পাঁকে, অগ্নিস্বাক্ষী হলো হৃদয় চোখের জলেই নেভাই তাকে। পালকী এসে দাঁড়িয়ে আছে বাজছে সানাই করুণ সুরে, কনের সাজে লাগছে বেশ আজ থেকে তুমি অনেক দূরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.