আমাদের কথা খুঁজে নিন

   

এবার বিশ্বকাপ জেতার স্বপ্ন মেসির

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জোড়া গোল করে আর্জেন্টিনার জয়ের নায়ক টানা চারবারের ফিফা বিশ্বসেরা ফুটবলার মেসি।
১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর বার্সেলোনা তারকা মেসি সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি। তবে তা জিততে এখনও লম্বা পথ বাকি।"
বাছাই পর্বের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে সন্তুষ্ট মেসি এখন জয়ের ধারা অব্যাহত রাখতে চান।
আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় বাছাই পর্বের আগামী দু'টি ম্যাচের দলে মেসিকে না রাখার জন্য বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছে বলে যে খবর বেরিয়েছে তা উড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক।
"আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি সবসময়ই আর্জেন্টিনার হয়ে খেলতে চাই।"

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.